adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে ৩ বিলিয়ন ডলার চুক্তি

Tanim-IT-News-picডেস্ক রিপোর্ট : লন্ডনে অনুষ্ঠিত ইউকে-বাংলাদেশ ই-বাণিজ্য মেলায় যুক্তরাজ্য ও সিঙ্গাপুর ভিত্তিক চারটি প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি মোট ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে।
বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্য ও প্রযুক্তি বিষয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের উপস্থিতিতে ১৩ নভেম্বর মেলার উদ্বোধনী দিনে ৫ বছরের জন্য এ চুক্তি স্বাক্ষর করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের পক্ষে এই চুক্তিতে সাক্ষর করেন হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। অন্যদিকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিমার্কের পক্ষে চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, টেলিকম এশিয়ার প্রধান নির্বাহী মোহাম্মদ শাফায়েত আলম ও টেকশেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সুশান্ত দাশ গুপ্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
লন্ডনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ। তথ্য প্রযুক্তিখাতে বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ায় পায়োনিয়ার হবে। বর্তমানে তথ্য প্রযুক্তি, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ, পাট ও এ্যাগ্রো প্রসেসিং শিল্পে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ সব খাতে বিনিয়োগ লাভজনক বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ।
বাংলাদেশের গড় প্রবৃদ্ধি হার আর্ন্তজাতিকভাবে প্রশংসনীয় হচ্ছে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, একটি সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। দেশে বিদেশী বিনিয়োগের সব ধরনের নিরাপত্তা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ।
এদিকে উদ্বোধনী বক্তৃতায় তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বাংলাদেশের হাইটেক পার্কের বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে বলেন, দেশের প্রত্যেকটি সেক্টরকে ডিজিটাল রূপ দিতে আগামী ২ বছরে ১ লাখ তরুণকে আইসিটি ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। পাশাপাশি দেশের সকল বিভাগে হাইটেক পার্ক গড়ে তোলতে সরকার সচেষ্ট রয়েছে।
এ সময় বৃটিশ এমপি পল স্কেলী বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগের বিষয়ে বৃটেনে ব্যাপক আগ্রহ রয়েছে। এখানে বসবাসরত বাংলাদেশীরা চাইলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। বাংলাদেশীদের হাতে গড়া কারুশিল্প বৃটিশ অর্থনীতিতে প্রতিবছর যোগ করছে প্রায় ৫ বিলিয়ন পাউন্ড।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া