adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘কোনো শিশুর ভাগ্যে যেন এ রকম নির্মম পরিণতি না ঘটে’

full_1990685194_1445150487নিজস্ব প্রতিবেদক: শেখ রাসেলের ৫১ তম জন্মদিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আলোচনাসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন।  ‘দেশে শিশু নির্যাতন ও হত্যাকারীদের বিচার হবে। শিশু নির্যাতন ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ যেনো কেউ না করে।
বাংলাদেশকে শিশুদের জন্য নিরাপদ করতে চাই’। ছোটো ভাই রাসেলের মতো এদেশের কোনো শিশুর ভাগ্যে যেন নির্মম পরিণতি না ঘটে, সে জন্য সরকার কাজ করছে।
১৯৭১, ১৯৭৫ এবং বর্তমানে শিশুদের ওপর বর্বরতার নিন্দা ও শাস্তির কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আপনজন হারিয়ে বেঁচে থাকার কষ্ট বলে বোঝাতে পারবো না। পঁচাত্তরের কালরাতে ঘাতকের বুলেট রাসেলকেও কেড়ে নেয়। এখন ভাবি, রাসেল বেঁচে থাকলে কেমন দেখতে হতো। এ কারণে শিশুদের চোখে রাসেলের প্রতিচ্ছবি দেখি।
শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের কালরাতে রাসেলের ভাগ্যে যে পরিণতি হয়েছে তা যেন আর কোনো শিশুর ভাগ্যে না ঘটে, সেজন্য দেশকে নিরাপদ আবাস করে গড়ে তুলতে হবে, বলেন প্রধানমন্ত্রী।

 
 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া