adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরখাস্ত মেয়রদের পুনর্বহাল চায় বিএনপি

ripon1নিজস্ব প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো থেকে একের পর এক বরখাস্তকৃত বিএনপি সমর্থিত জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান। গাজীপুরের মেয়র এমএ মান্নানকে বরখাস্ত করা প্রসঙ্গে রিপন বলেন, ‘সরকার সম্পূর্ণ বেআইনিভাবে সিটি মেয়র, উপেজলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরখাস্ত করছে। আর তাদের অনুগত ব্যক্তিদের দায়িত্ব দেয়া হচ্ছে।’ এর মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সরকার ধ্বংস করছে বলেও অভিযোগ করেন তিনি। রিপন অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ গাজীপুরকে দ্বিতীয় গোপালগঞ্জ মনে করতো। তাই গাজীপুর সিটি নির্বাচনের পরাজয় মেনে নিতে পারেনি। এ কারণে এমএ মান্নানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। আর এ ষড়যন্ত্র আওয়ামী লীগ আগে থেকেই করেছে বলে আমরা মনে করি।’ ‘স্থানীয় সরকার নির্বাচন আগামীতে দলীয় সরকারের অধীনে হবে’- সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের কথা উল্লেখ করে বিএনপির মুখপাত্র বলেন, ‘ফুল মার্কা আর টব মার্কার নির্বাচন আওয়ামী লীগ মেনে নিতে পারছে না। কিন্তু সেই নির্বাচন যদি ধানের শীষ ও নৌকা মার্কার হয় তাহলে তো আওয়ামী লীগ ওই নির্বাচনে আরো বেশি কারচুপি করবে।’ তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। তারা জনগণের রায়কে অপছন্দ ও অশ্রদ্ধা করে। কারণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত।’ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামা দুদু, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া