adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চুল কালো রাখার ৫টি উপায়

1435861665স্বাস্থ্য প্রতিবেদকঃ অনেক মানুষের মাথায় দেখা কম বয়সে চুল পেকে গেছে। কিন্তু চুলের এই অকাল পক্কতা ঠেকাতে ঘরে বসে মাত্র ৫টি কাজ করলে অনেকাংশেই এই সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। তাই জেনে নিন চুল পাকা রোধের ঘোরায় ৫টি টিপস-

• এতদিন তো জানতেন ঝিঙা তরকারি রেঁধে খেতে হয় আজ জেনে নিন ঝিঙা নারকেল তেলের সাথে ফুটিয়ে চুলে লাগালে আপনার পাকা চুল রোধ হবে।

• প্রতিদিন রাতে আমলকীর রস, বাদামের তেল আর কয়েক ফোটা লেবুর রস চুলে মাস্যাজ করুন, অকালে চুল পাকা থেকে রেহাই পাবেন।

• আদা গ্রেট করে মধুর সাথে মিশিয়ে প্রত্যেকদিন ১ চা চামচ করে খান।

• চায়ের ঘন লিকার চুলে লাগালে চুল তার রঙ হারায় না।

• কারি পাতা নারকেল তেলের সাথে মিশিয়ে ফুটিয়ে নিন তারপর ঠাণ্ডা করে চুলে লাগান।

এছাড়া অকালে চুল পাকার অনেক কারণ আছে। বংশগত কারণ তার মধ্যে অন্যতম। বংশগত কারণে তাড়াতাড়ি চুল পাকলে সেক্ষেত্রে আসলে করার তেমন কিছু থাকেনা। তাই উপরোক্ত পদ্ধতি গুলো মেনে চলতে আগে থেকেই চেষ্টা করুন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া