adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাক্তার-নার্স লাঞ্ছিত হওয়ায় গোপালগঞ্জে সকল হাসপাতালের চিকিতসাসেবা বন্ধ

গোপালগঞ্জে সকল হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জ জেলার সকল হাসপাতালের চিকিতসাসেবা বন্ধ রয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী মৃত্যুর ঘটনায় চিকিতসক, নার্স লাঞ্ছিত ও হাসপাতাল ভাঙচুর করার প্রতিবাদে জেলার সব চিকিতসাকেন্দ্রে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। তবে হাসপাতালের জরুরি বিভাগ খোলা রয়েছে।

শনিবার সকাল থেকে চিকিতসাকেন্দ্রগুলোর চিকিতসক, নার্স ও কর্মচারীরা কর্মবিরতি পালন করে আসছেন। এর আগে শুক্রবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে হাসপাতালে জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

জানা গেছে, ১৯ মে এক নারী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শুক্রবার সকালে এক নার্স ইনজেকশন পুশ করলে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিকেলে এলাকাবাসী স্বাস্থ্যকেন্দ্রে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়। এতে চিকিতসক, নার্স ও পুলিশসহ অন্তত ৪০ জন আহত হন।
খবর পেয়ে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া