adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সালাহউদ্দিনের টিভি সাক্ষাৎকার

news_img (1)আন্তর্জাতিক ডেস্কঃ গুম হওয়ার পর এই প্রথম বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমের সামনে এসেছেন। তিনি সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি কোনো অপরাধ করিনি। দ্রুত বাংলাদেশে ফিরতে চাই। 

সোমবার দুপুরে শিলং এ সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। তিনি আরো বলেন, তার স্ত্রীর সঙ্গে কথা বলে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, এখনো বেঁচে আছি আরকি। আমার চোখ বাধা ছিল। অনেক দীর্ঘ ভ্রমণের পর এখানে আসি। পুলিশ আমাকে আটক করেনি আমি নিজেই কিছু লোককে বললাম আমাকে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যাও। অথবা পুলিশকে খবর দাও। পরে পুলিশ আসলে আমি সব ঘটনা খুলে বলি। সব কথা বলার পর তারা মনে করেছে আমি মানসিক রোগী।'

দেশে ফেরার ব্যাপারে তিনি বলেন, 'দেশে তো ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে, এটা উচিত হয়নি। কারণ আমি কোনো সাজাপ্রাপ্ত আসামি না। তাহলে কেন রেড অ্যালার্ট জারি করা হলো?'

দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে নিখোঁজ হওয়ার পর গত ১২ মে মেঘালয়ের শিলং এ তার খোঁজ পাওয়া যায়। অনুপ্রবেশের অভিযোগে সেখানকার পুলিশ তাকে আটক করে।


 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া