adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম নগরপিতা আনিসুল হোক

anisulনিজস্ব প্রতিবেদকঃ মূল প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়ালের নির্বাচন বর্জন, দিনভর জালভোটের মহোৎসব আর বিলম্বিত ফলাফল ঘোষণা- সবকিছুকে পাশ কাটিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম নগরপিতা নির্বাচিত হয়েছেন আনিসুল হক। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনপুষ্ট আনিসুল হক এর আগে ব্যবসায়ীদের সর্বোচ্চ দুই সংগঠন এফবিসিসিআই ও বিজিএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার ভোর পৌনে ৭টার সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অবস্থিত রিটার্নিং অফিসার মো. শাহ আলম ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে বেসরকারিভাবে আনিসুল হককে উত্তরের মেয়র হিসেবে ঘোষণা করেন। টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আনিসুল হক উত্তর সিটির ১ হাজার ৯৩ কেন্দ্র থেকে মোট ভোট পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১১৭টি। তার নিকটতম প্রতিন্দ্বিন্দ্বি ছিলেন বাস প্রতীকের বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল। মঙ্গলবার দুপুরে ভোট বর্জন ও রাতে পুনঃনির্বাচনের দাবি জানানো তাবিথ পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০টি ভোট। আর ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের শেখ মো. ফজলে বারী মাসউদ; তার প্রাপ্ত ভোট ১৮ হাজার ৫০ ভোট। এরপর ভোটের হিসেব অনুযায়ি পর্যায়ক্রমে রয়েছেন, বিকল্পধারার মাহী বদরুদ্দোজা চৌধুরী; তার প্রাপ্ত ভোট ১৩ হাজার ৪০৭, গণসংহতির জোনায়েদ আব্দুর রহিম সাকির (জোনায়েদ সাকি) প্রাপ্ত ভোট সাত হাজার ৩৭০, জাতীয় পার্টির বাহাউদ্দিন আহমেদ বাবুল পেয়েছেন দুই হাজার ৯৫০ ভোট।

উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচন করছেন ১৬ জন। অপরাপর প্রার্থীদের প্রাপ্ত ভোট – সিপিবি-বাসদ সমর্থিত আব্দুলাহ আল ক্বাফি (কাফী রতন) হাতি প্রতীকে পেয়েছেন দুই হাজার ৪৭৫, কে ওয়াই এম কামরুল ইসলাম ক্রিকেট ব্যাট প্রতীকে পেয়েছেন এক হাজার ২১৬, কাজী মোহাম্মদ শহীদুল্লাহ ইলিশ মাছ প্রতীকে দুই হাজার ৯৬৮, চৌধুরী ইরাজ আহমেদ সিদ্দিকী লাউ প্রতীকে ৯১৫, নাদের চৌধুরী ময়ুর প্রতীকে এক হাজার ৪১২, মোয়াজ্জেম হোসেন খান মজলিস ফ্লাক্স প্রতীকে এক হাজার ৯৫, আনিসুজ্জামান খোকন ডিস এন্টেনা প্রতীকে নয়শ’, মো. জামাল ভূঁইয়া টেবিল প্রতীকে এক হাজার ১৪০, শামসুল আলম চৌধুরী চিতা বাঘ প্রতীকে ৯৮২ এবং শেখ শহীদুজ্জামান দিয়াশলাই প্রতীক ৯২৩ ভোট।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৬টি সাধারণ ওয়ার্ড ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৭০১ জন ও নারী ভোটার ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন। উত্তরে ১ হাজার ৯৩টি ভোটকেন্দ্রে ৫ হাজার ৮৯২টি ভোটকক্ষে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।

প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, মোট বৈধ ভোট পড়েছে আট লাখ ৪১ হাজার। অন্যদিকে ভোট বাতিল হয়েছে ৩৩ হাজার ৫৮১টি ভোট। উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করছেন ১৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া