adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ম্যাডামের নির্দেশ পালনে সচেষ্ট থাকব’

full_1781207318_1427171903ডেস্ক রিপোর্ট: দলীয় নেত্রী খালেদা জিয়া চাইলে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন বিএনপি নেতা ও ডিসিসি'র সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। তিনি চিকিৎসার জন্য কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

স্থানীয় সময় সোমবার বিকালে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে সংবাদ সম্মেলন করে একথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান খোকা।

নিজের শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে তিনি আরো বলেন, 'আপনারা জানেন যে, একটি দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিগত কয়েক মাস যাবত চিকিৎসার প্রয়োজনে আমাকে এই দূরদেশে অবস্থান করতে হচ্ছে।'

সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে খোকা বলেন, 'ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য 'ম্যাডাম' যদি নির্দেশ দিলে অবশ্যই সে নির্দেশ পালন করব।

তবে সেটি নির্ভর করবে চিকিৎসকের সর্বশেষ পরামর্শের ওপর। আমার শরীর যদি পারমিট করে তাহলে ম্যাডামের নির্দেশ পালনে সচেষ্ট থাকব।'

বিএনপির ঢাকা মহানগরের সাবেক আহ্বায়ক খোকা পুরান ঢাকার সূত্রাপুরের বাসিন্দা। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ঢাকার মেয়র নির্বাচিত হয়ে মেয়াদ পূর্তির পরেও প্রায় চার বছর দায়িত্ব পালন করেন তিনি।

ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে ভাগ হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পড়েছেন অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র।

তিনি বলেন, 'এর আগেও আমরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছি। এখনও অনীহা নেই। তবে সব কিছু নির্ভর করছে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তের ওপর।'

খোকা বলেন, 'এই মুহূর্তে ডিসিসি নির্বাচন দেয়ার পেছনে অন্য উদ্দেশ্য আছে। বেগম জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলনে দিশেহারা শেখ হাসিনার সরকার সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করে আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাচ্ছে।'

মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত আড়াই মাস ধরে সারা দেশে লাগাতার অবরোধ চালিয়ে আসছে বিএনপি-জামায়াত জোট।

লিখিত বক্তব্যে খোকা বলেন, 'ঐকান্তিক ইচ্ছা সত্ত্বেও কেবলমাত্র হাসপাতাল-ডাক্তারের নিয়মিত তত্ত্বাবধানে থাকার বাধ্যবাধকতার কারণে জাতির এই 'দুর্দিনে দেশবাসীর বাঁচার' লড়াইয়ে আমি সশরীরে অংশ নিতে পারছি না।'

 
 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া