adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধে প্রাণ গেল আরো এক সিএনজিচালকের

chatagong5-311x186ডেস্ক রিপোর্টঃ বিএনপির ডাকা টানা অবরোধের মধ্যে অবরোধকারীদের ধাওয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ইসমাইল হোসেনের (৪০) নামের এক সিএনজি অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকার আলোকদিয়া গ্রামের ইউসুফ মাঝির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান ঢাকায় আসছিল। রাত ৩টার দিকে কাভার্ডভ্যানটি উপজেলার বারইয়ারহাট পৌরসভার কমফোর্ট হাসপাতালের সামনে পৌঁছলে অবরোধকারীদের কবলে পড়ে। এ সময় অবরোধকারীরা কাভার্ডভ্যানটি লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। এ সময়  প্রাণ বাঁচাতে কাভার্ডভ্যানের চালক দ্রুত স্থান ত্যাগ করার সময় মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে। এতে সিএনজিচালক ইসমাইল হোসেন গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লেয়াকত আলী মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। উল্টে যাওয়া কাভার্ডভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে। কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া