adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোরকা নিষিদ্ধ চীনের জিনজিয়াং রাজ্যে

Xinjiang_thereport24আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম অধ্যুষিত জিনজিয়াং রাজ্যে বোরকা পরা নিষিদ্ধ করেছে চীন সরকার। এক প্রতিবেদনে বুধবার এ খবর দিয়েছে ডন ডটকম।

এতে বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও নির্মূলের লক্ষ্যে জিনজিয়াংয়ের রাজধানী উরামকিতে নারীদের বোরকা পরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উরামকিতে অন্তত ৩১ লাখ মানুষের বাস।

জিনজিয়াং হল মুসলিম অধ্যুষিত রাজ্য। একে উইঘুর মুসলিম সম্প্রদায়ের ঘাঁটি বলে অভিহিত করা হয়। উইঘুর সম্প্রদায়ের মানুষ মূলত তার্কি ভাষী। এ ছাড়া এই রাজ্যে হ্যান চাইনিজরাও বসবাস করে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে সম্প্রতি বলা হয়েছে, ‘উইঘুর নারীদের জন্য বোরকা ঐতিহ্যগত কোনো পোশাক নয়। তাই পাবলিক প্লেসে তাদের বোরকা পরা নিষিদ্ধ করা হচ্ছে, ঠিক যেমনটা বেলজিয়াম ও ফ্রান্সে বোরকা নিষিদ্ধ।’

চীনে সংঘাত-সংঘর্ষের হার বেড়েই চলেছে। ক্রমবর্ধমান এই সন্ত্রাসকে ‘ইসলামিক সন্ত্রাস’ বলেই অভিহিত করেছে বেইজিং।

কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন, উইগার ও হ্যান চাইনিজদের সাম্প্রদায়িক লড়াই-ই এই সন্ত্রাসের মূল কারণ।

চীন প্রশাসন এ সব সংঘাতের জন্য উইঘুর সম্প্রদায়কেই দায়ী করছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, উইঘুরদের ধর্মপালনের অধিকার খর্ব করায় দেশটিতে অনিবার্য সংঘাত সৃষ্টি হচ্ছে।

এ ছাড়া বামপন্থীদের কঠোর রাজনৈতিক অবস্থানও মুসলিম তরুণদের কট্টরপন্থী হতে বাধ্য করছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া