adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্ত পাড়ি দিয়েও ব্যর্থ প্রেমিকা !

Meherpur-1ডেস্ক রিপোর্টঃ সীমান্তের কাটাতারের বেড়া দুই বাংলাকে আলাদা করলেও প্রেমিক যুগলকে আলাদা করতে পারেনি। আর তাইতো প্রেমের টানে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের নদীয়া থেকে মেহেরপুরে ছুটে এসেছিল স্কুলছাত্রী পারুলা আক্তার (১৫)। তবে বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় খালি হাতেই দেশে ফিরতে হয়েছে তার। বুধবার দুপুরে মুজিবনগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মধ্য দিয়ে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ভারতের নদীয়ার নওদাপাড়া গ্রামের নজরুল দফাদারের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী পারুলা খাতুনের সঙ্গে তার ফুফাতো ভাই মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের নছিমন চালক মামুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মামুনকে বিয়ে করার উদ্দেশ্যে গত রোববার বাড়ি থেকে পালিয়ে আসে পারুলা। তিনি আরও জানান, তবে বাংলাদেশের আইন অনুযায়ী পারুলার বিয়ের বয়স পূর্ণ না হওয়ায় বিপাকে পড়েন মামুনের পরিবার। এর মধ্যে পারুলার বাবা নদীয়ার তেহট্ট থানায় একটি অভিযোগ করেন। নদীয়া ও মেহেরপুর পুলিশ সুপারের মধ্যে টেলিফোনে আলোচনার পর মঙ্গলবার দুপুরে মামুনের বাড়ি থেকে পারুলাকে উদ্ধার করে মুজিবনগর থানায় নেয় পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে মুজিবনগর সীমান্তের ১০৫ নং মেইন পিলার এলাকায় বিজিবি মুজিবনগর ক্যাম্প ও বিএসএফ হৃদয়পুর ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পারুলাকে বাবা নজরুল দফাদারের কাছে বুঝিয়ে দেয়া হয়। সেখানে আরও উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। এদিকে, থানা থেকে পতাকা বৈঠকস্থলে নেয়ার সময় কান্নায় ভেঙে পড়ে পারুলা ও মামুন। এ সময় চোখের পানি ধরে রাখতে পারেননি মামুনের পরিবারের সদস্যরাও। বিয়ের বয়স  পূর্ণ না হওয়া পর্যন্ত দু’জনেই অপেক্ষা করবে বলে জানায় এই প্রেমিক যুগল। তবে বিয়েতে পারুলার বাবার আপত্তি রয়েছে জানায় মামুনের পরিবার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া