adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

news_img (1)নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর রোডে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্বৃত্তরা আগুন দিয়েই পালিয়ে যায়।
এ ছাড়া রাজধানীর মতিঝিলে সিটি সেন্টারের বিপরীতে জনতা ব্যাংকের সামনে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বোমার আগুন একটি ট্যাক্সিক্যাবে ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ২টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় তারা একটি বাস ও প্রাইভেটকারের গ্লাস ভাংচুর করে।

মতিঝিল থানার ভ্রাম্যমাণ পরিদর্শক শেখ আবুল বাশার জানান, এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। এরা হলো- শ্রী রতন, আবদুল্লাহ আল মামুন ও ওমর ফারুক। আটক ৩ জনের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে।

অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত মতিঝিল জোনের সিনিয়র সহকারী কমিশনার সাইফুর রহমান বলেন, বোমা না ককটেল বিস্ফোরিত হয়েছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এটি বেশ শক্তিশালী বলে মনে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য বোমা বিশেষজ্ঞরা আসছেন। মতিঝিল থানার ওসি ফরমান আলীও এ সময় উপস্থিত ছিলেন

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া