adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পায়রা বন্দর নির্মাণে পরামর্শক নিয়োগ

mohit-1420007287নিজস্ব প্রতিবেদক : দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা বন্দর নির্মাণে পরামর্শক নিয়োগ দিয়েছে সরকার। রাবরাবাদ চ্যানেলের বিস্তারিত কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষা যাচাইয়ের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাজ্যের ‘এইচ আর ওয়ালিংফোর্ড’-কে নিয়োগ দেওয়া হয়েছে।   ভ্যাট ও ট্যাক্সসহ এতে মোট ব্যয় হবে ১৮ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকা।   বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্ব বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   বৈঠকে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে রাশিয়ান প্রতিষ্ঠান ‘ইন্টারস্পুটনিক’-এর কাছ থেকে অরবিটাল স্লট লিজ নেওয়া ও ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।   মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিকমানের বন্দরের সুবিধা সৃষ্টি করে বন্দর ব্যবস্থাপনা, নিরাপদ জাহাজ চলাচল এবং বন্দর ব্যবহারকারীদের সেবা দেওয়ার মাধ্যমে বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ, অনগ্রসর দক্ষিণাঞ্চলসহ দেশে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের কথা বিবেচনা ২০১৩ সালে ১০ নভেম্বর জাতীয় সংসদে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে ‘পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩’ পাস হয়। একই বছরের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্র বন্দরের উদ্বোধন করেন।   ইতিমধ্যে পায়রা বন্দরের কাজ শুরু করার লক্ষ্যে সরকারের নিজস্ব অর্থায়নের মাধ্যমে পণ্য উঠানামা করার জন্য বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।   বন্দরটি নির্মিত হলে দেশের দক্ষিণ-মধ্যাঞ্চলের অর্থনৈতিক-সামাজিক অবস্থার উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারিত হবে বলে প্রকল্পের সার-সংক্ষেপে বলা হয়েছে।   বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে রাশিয়ান প্রতিষ্ঠান ‘ইন্টারস্পুটনিক’-এর কাছ থেকে ২ কোটি ৮০ লাখ ডলার ব্যয়ে অরবিটাল স্লট লিজ নিচ্ছে সরকার।   বৈঠক সূত্র জানান, লিজ মূল্যের ওপর নির্ধারিত ট্যাক্স ও ভ্যাট বাংলাদেশের জন্য বাংলাদেশ সরকার এবং রাশিয়ার জন্য ইন্টারস্পুটনিক দেবে। বাংলাদেশের জন্য প্রযোজ্য ভ্যাট ও ট্যাক্স অনুমোদিত ডিপিপি’র সংশ্লিষ্ট খাতের জন্য বরাদ্দ ৯৪ কোটি ২৬ লাখ টাকা থেকে সংস্থান করা হবে।   মূল প্রকল্পের আওতায় অরবিটাল স্লট লিজ গ্রহণ ছাড়াও স্যাটেলাইট নির্মাণ, স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য লাউঞ্চ ভাড়া, দুটি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হবে।   টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানান, এটা চালু হলে তরঙ্গ সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ সার্কভুক্ত দেশসমূহ এবং ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ‘স্ট্যান’ভুক্ত দেশসমূহের অংশবিশেষ কভারেজের আওতায় আসবে। এর ফলে বাণিজ্যিকভাবে লাভবান হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার থাকবে এবং এর মধ্যে ১৬টি সি-ব্যান্ড ও ২৪টি কিউ (কেইউ) ব্যান্ড ট্রান্সফরমার।   সূত্র জানান, দেশের টেলিযোগাযোগ, ব্রড কাস্টিং গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে স্যাটেলাইটের চাহিদা বেড়ে চলেছে। কিন্তু নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ না থাকায় বহির্বিশ্বের বিভিন্ন স্যাটেলাইট অপারেটরের কাছ থেকে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রান্সপন্ডার ভাড়া বাবদ প্রতিবছর ১ কোটি ৪০ লাখ ডলার ব্যয় হচ্ছে এবং এ ব্যয় প্রতিবছর বাড়ছে।   প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিবছর দেশের টেলিযোগাযোগ অবকাঠামো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। প্রাকৃতিক দুর্যোগের সময়ে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান টেরিস্ট্রোরিয়াল অবকাঠামোর বিকল্প হিসেবে একটি নিরবচ্ছিন্ন যোগাযোগ মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।   ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎপেক্ষপণ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার ৯৬৭ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে ৪৪ শতাংশ নিজস্ব অর্থায়নে এবং বাকি অর্থ বৈদেশিক ঋণসহায়তার মাধ্যমে নেওয়া হবে। এটি বাস্তবায়নকাল ধরা হয়েছে তিন বছর।   যুগ্ম-সচিব জানান, ৫০ হাজার মেট্রিক টন গম সরবরাহের কাজটি পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান ‘মেসার্স ইমপেক্স কনসালটেন্টস’। প্রতিটন গম ২৮০ দশমিক ৮৭ ডলার হিসেবে এতে মোট ব্যয় হবে ১১০ কোটি ৯৪ লাখ টাকা। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া