adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাকের চাকার নিচে পড়লেও অক্ষত থাকবে স্মার্টফোন (ভিডিও)

smart-phoneডেস্ক রিপোর্ট : আইফোনের সর্ব সাম্প্রতিক সংস্করণ আইফোন ৬এস পকেটে বেঁকে যাওয়া সারা দুনিয়ায় তোলপাড় হয়ে গেল। এই সুযোগে স্যামসাং একটি ঘাতসহ স্মার্টফোন আনার ঘোষণা দেয়। কিন্তু কতোই আর শক্ত হওয়া সম্ভব!
এবার এমন এক স্মার্টফোন বাজারে শিগগিরই আসছে যেটি হবে লোহার চেয়েও তিনগুণ শক্ত।
যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা এমন একটি স্মার্টফোন কেজ তৈরি করেছেন যেটি এমন অবিশ্বাস্য ঘাতসহ হবে। তাদের দাবি, এটি যেমন হালকা, পাতলা তেমনি ঘাতসহ। কিন্তু প্লাস্টিকের মতোই একে যেকোনো আকৃতি দেয়া যাবে। ওই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষক জন স্কোরারস এবং তার দল এই ফোন কভার উদ্ভাবন করেছেন।
তিনি বলেছেন, এই ধাতব কভারটি প্লাস্টিকের চেয়ে ৫০ গুণ, অ্যালুমিনিয়ামের চেয়ে ১০ গুণ এবং ইস্পাতের চেয়ে তিনগুণ শক্ত।
গত কয়েক বছর ধরেই এমন একটি বস্তু তৈরির চিন্তা ভাবনা করছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। একে বলা হচ্ছে বাল্ক মেটালিক গ্লাসেস (বিএমজিএসএস)। এটাই হবে নতুন প্রজন্মের সবচেয়ে শক্ত কিন্তু ব্যবহারযোগ্য বস্তু।
সাধারণ ইলেক্টনিক্স পণ্যেই এটি ব্যবহারের চিন্তা ভাবনা চলছে। আর মোক্ষম হিসেবে বেছে নেয়া হচ্ছে স্মার্টফোন। এটি বাণিজ্যিকভাবে উতপাদন করলে খরচ যেমন কমে আসবে তেমনি সর্বোচ্চ ঘাতসহ স্মার্টফোন পৌঁছে যাবে মানুষের হাতে। যা প্যান্টের পকেটে পড়ে এমনকি গাড়ির চাকার নিচে পড়েও অক্ষত থাকবে!

https://www.youtube.com/watch?v=kamgNQ729x4

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া