adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এ বছর গুগলে সবচেয়ে বেশি যা খুঁজেছে বাংলাদেশ

google-1418817425নিজস্ব প্রতিবেদক : অনলাইনে যেকোনো বিষয় বা ঘটনা খুঁজে বের করতে দ্বারস্থ হতে হয় গুগলের। বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীরা নিজেদের প্রয়োজনে বা নানা ঘটনা জানতে ২০১৪ সালে ‘গুগল ডট কম ডট বিডি’ (মড়ড়মষব.পড়স.নফ)-তে সবচেয়ে বেশি কী খুঁজেছে, সে তালিকা প্রকাশ করেছে গুগল।
গুগলের কমিউনিকেশন ও পাবলিক অ্যাফেয়ার্স-প্রধান জেফরি ইউসুফ এক বিবৃতিতে বলেন, ‘গুগল সার্চ একটি সাংস্কৃতিক ব্যারোমিটার হিসেবে কাজ করে। চলতি বছরে যেসব প্রধান ঘটনা, জনপ্রিয় ব্যক্তিত্ব ও আলোচিত প্রবণতাগুলো বাংলাদেশিদের জীবনে প্রভাব বিস্তার করেছে, সেসবের একটি প্রতিচ্ছবি তুলে ধরে গুগলের বার্ষিক সার্চ রেজাল্টের তালিকা।’
 
জেনে নিন গুগলে ২০১৪ সালে সবচেয়ে বেশি কোন বিষয়গুলো এবং কোন ব্যক্তিদের খুঁজেছে বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীরা। বাংলাদেশে গুগলের সার্চ তালিকায় দেখা গেছে, বাংলাদেশের মানুষের কৌতূহলের শীর্ষে ছিল জাতীয় পরীক্ষার ফলাফল ও তারকাদের ক্ষেত্রে জেনিফার লরেন্স।  
গুগল ডট কম ডট বিডিতে এ বছর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যে বিষয়গুলো খোঁজা হয়েছে, সে তালিকা দেখে নিন : 
১. এসএসসি ফলাফল ২০১৪
২. এইচএসসি ফলাফল ২০১৪
৩. বিশ্বকাপ ২০১৪
৪. সোনালী ব্যাংক
৫. জনতা ব্যাংক
৬. এনটিআরসিএ
৭. আইপিএল ২০১৪ 
৮. কিক
৯. ব্যাং ব্যাং
১০. ঈদ এসএমএস
 
আর ২০১৪ সালে গুগলে যেসব তারকাদের সবচেয়ে বেশি খুঁজেছে বাংলাদেশিরা, সে তালিকায় সেরা ১০ জন হচ্ছেন :  
১. জেনিফার লরেন্স
২. রবিন উইলিয়ামস
৩. সুচিত্রা সেন
৪. জেমস রদ্রিগুয়েজ
৫. নায়লা নাঈম
৬. অমৃতা অরোরা
৭. কৃতী শ্যানন
৮. আঁখি আলমগীর
৯. অর্পিতা খান 
১০. নেইমার
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া