adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আপনার কুপুত্র তারেককে জিহ্বা সামলে কথা বলতে বলবেন’

fileনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনার কুপুত্র তারেক রহমানকে জিহ্বা সামলে কথা বলতে বলবেন। বাংলাদেশ ও বিশ্বের মানুষ তার এসব মিথ্যাচার আর মেনে নেবে না।’

বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বুধবার বিকেলে ওই সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্যের পর সর্বশেষ মঙ্গলবার লন্ডনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিব এখন আওয়ামী লীগের লালসালু। এ লালসালুকে ঘিরে থাকা ভণ্ডরাই নিজেদের স্বার্থে যাকে-তাকে রাজাকার আখ্যা দেয়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের দল দাবি করে। অথচ চোরের দল, পা-চাটার দল আখ্যা দিয়ে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এমন কাজ করার জন্য শেখ মুজিবই তো বড় রাজাকার।’

তারেক রহমান বলেন, ‘বাস্তবতা হলো, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকালীন দল বটে, তবে মুক্তিযুদ্ধের দল নয়। এ দলের অধিকাংশ নেতাই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশ নেননি।’

তারেক রহমানের এমন বক্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তারেক বিভিন্ন সময়, বিভিন্ন মিথ্যাচার করে যাচ্ছেন। বিভিন্ন কটূক্তি করছেন। তার এ ধরনের কথাবার্তা আর মেনে নেওয়া হবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সব সময় ইতিহাস বিকৃত করে। সেই ধারাবাহিকতায় তারেক ইতিহাস বিকৃত করছে। লেখাপড়া না শিখলে, ইতিহাস না জানলে, এ ধরনের কথা তো বলবেই। সে জানোয়ারের মতো কথা বলছে।’

তারেক রহমানের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘জানোয়ারকে শিক্ষা কিভাবে দিতে হয় এ দেশের মানুষ তা ভালো করে জানে। মুক্তিযুদ্ধের সময় ইয়াহিয়া খানের বক্তব্যের সঙ্গে তার (তারেক রহমান) বক্তব্য মিলে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে যারা মুচলেকা দিয়ে বিদেশে গেছেন, তারা এখন বড় বড় কথা বলছেন। কিন্তু জনগণ তাদের ছেড়ে দেবে না।’

‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে’- এ প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্ন অনুসারে সোনার বাংলায় পরিণত করব। বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আর ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্ব সভায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া