adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার হজে সর্বোচ্চ খরচ সাড়ে ৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:cabinet_banglanews24_474671158 চলতি বছরে হজের খরচ সাড়ে তিন লাখ টাকা ও তিন লাখ টাকার মধ্যে সীমিত রেখে দুটি প্যাকেজ অনুমোদন করেছে সরকার। সরকারিভাবে যারা হজে যাবেন তাদের খরচ পড়বে সাড়ে তিন লাখ টাকার কিছু বেশি। আর বেসরকারি ভাবে যারা যাবেন তাদের খরচ পড়বে প্রায় তিন লাখ। তবে কোরবানির খরচ এই প্যাকেজের বাইরে থাকবে।

সোমবার (০৮ ডিসেম্বর)মন্ত্রিসভার বৈঠকে প্যাকেজ-১ ও প্যাকেজ-২ হিসেবে দুটি প্যাকেজেরই অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, প্যাকেজ- ১ এ খাবার খরচসহ ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা এবং প্যাকেজ- ২ এ খরচ হবে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।

এই খরচ গত বছরের তুলনায় মাত্র কয়েক শ’ টাকা বেশি। তবে কোরবানির খরচ এই হিসাবের বাইরে থাকবে, জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি আরও জানান, এবছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালন করার সুযোগ পাবেন। এদের মধ্যে সরকারি

ব্যবস্থাপনায় যেতে পারবেন ১০ হাজার জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ৯১ হাজার ৭৫৮ জন।

এবার হজ করতে আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে উল্লেখ করে মোশাররফ হোসাইন ভূইঞা জানান, জন প্রতি রেজিস্ট্রেশনে খরচ পড়বে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

২০১৫ সালের ২১ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হবে। বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।

কোরবানির খরচ হিসেবে প্রত্যেক হজযাত্রী অতিরিক্ত ৫০০ সৌদি রিয়াল এবং ব্যক্তিগত খরচের জন্য সর্বোচ্চ এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া