adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদপত্রের সমালোচনায় তোফায়েল

 বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদডেস্ক রিপোর্ট : দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে সংবাদপত্রের সমালোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার দুপরে সচিবালযে নিজ মন্ত্রণালয়ে জার্মানির সমাজকল্যাণ ও শ্রমবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জর্গ এসামশানের (Jorg Asmussen) সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তোফায়েল বলেন, ‘আমাদের যারা সংবাদপত্রের মালিক, যারা সংবাদপত্রের সম্পাদক তাদের কোনো সম্পদ বাড়েনি! সম্পদ শুধু রাজনীতিবিদদের বাড়ছে! তাদের কোনো ছেলে বা সন্তানের সম্পদও বাড়েনি এদেশে! শুধু আমাদের সম্পদ বেড়েছে। সম্পদ বাড়ছে শুধু পলিটিশিয়ানদের।

বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আপনারা কথাগুলো বলেন, আমরা চুপচাপ থাকি, কারণ আমরা লিখতে পারবো না। প্রত্যেক দিন জবাবও দিতে পারবো না।  পলিটিশিয়ানদের মধ্যে ভালো আছে, মন্দও আছে। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এমন অনেক ডাক্তার আছেন যিনি আশি লাখ টাকা ইনকাম ট্যাক্স দিয়েছেন। তাই বলি, আমাদের ১০০ শতাংশ ট্যাক্স দেওয়ার লোকও আছে। আবার মাশাআল্লাহ তারাই আমাদের উপদেশ দেয়, গিয়ে দেখেন যাদের ইনকাম ট্যাক্স  সেরকম নাই। সুতরাং একটা সমাজে আমাদের ভালো-মন্দ থাকে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া