adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মশা মারতে ২ কোটি টাকা, তবু…

চলছে মশা নিধনের কাজডেস্ক রিপোর্টঃ  রাজধানীর মশা নিধনে গড়ে প্রতিমাসে ১ কোটি ৯৩ লাখ ১৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। কিন্তু পাড়া-মহল্লা থেকে শুরু করে অভিজাত এলাকার কোথাও মশার উৎপাত কমছে না।

নগরবাসীরা বলছেন, দিন দিন মশা বৃদ্ধি পাচ্ছে। মশার যন্ত্রণায় রাতে ঠিকমতো ঘুমানো যায় না। নগরীতে নিয়মিত মশা নিধণের ওষুধ ছিটানো হচ্ছে না ।

তবে কর্তৃপক্ষ বলছে, নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছরই মশা নিধণের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। সেই ধারাবাহিকতায় ২০১৪-২০১৫ অর্থবছরে মশক নিয়ন্ত্রণ কাজে ২৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করে উভয় সিটি করপোরেশন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বরাদ্দ ১৪ কোটি ৫০ লাখ টাকা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাজেট ৯ কোটি টাকা। সেই অনুযায়ী গড়ে প্রতিমাসে বাজেট দাঁড়ায় ১ কোটি ৯৩ লাখ ১৫ হাজার টাকা।

 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধনের জন্য ৬৩৮ জন কর্মী, প্রায় ৫০০টি ফগার মেশিন রয়েছে। উভয় করপোরেশনে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত মশার ডিম বিনষ্টে লার্ভিসাইডিং এবং বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উড়ন্ত মশক নিধনে ফডিং কার্যক্রম চালানোর কথা। এক্ষেত্রে বেশিরভাগ এলাকাতেই এ কার্যক্রম চালানো হয় না।

 

তবে ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে গত ১৯ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মশা নিধনের জন্য ক্র্যাশ প্রোগ্রামও চালানো হয়। কিন্তু রাজধানীবাসী মশার উপদ্রব থেকে রক্ষা পাননি বরং দিন দিন মশার উৎপাত বেড়েই চলেছে।

 

সরেজমিনে ঘুরে জানা যায়, রাজধানী ঢাকায় সারা বছরই মশার উৎপাত থাকে। এখানকার বিভিন্ন লেক, ডোবা, ঝিল ও বিভিন্ন জলাশয় এবং ড্রেনের দুর্গন্ধময় পানি, যত্রতত্র ময়লা-আবর্জনাসহ নানা কারণে মশার বংশ বৃদ্ধি পায়। বর্তমানে রাজধানী জুড়েই মশার উৎপাত বেশি। এক্ষেত্রে দক্ষিণের চেয়ে উত্তরে মশার যন্ত্রণা অনেক বেশি।

 

রাজধানীর মহাখালী, গুলশান ১ ও ২, বনানী, বারিধারা, খিলগাঁও, তেজগাঁও শিল্প এলাকা, সাত তলা বস্তি, রামপুরা, বাড্ডা, মধ্যবাড্ডা, বনশ্রী, টিটিপাড়া, মদিনাবাগ, মাদারটেক, আহাম্মদবাগ, মুগদাপাড়া, গোড়ান, কুড়িল, গাবতলী, পাইকপাড়া, রূপনগর, মিরপুর-১, ২, ১০, ১২ নম্বর, কালসী, পল্লবী, কাফরুল, ক্যান্টনমেন্টের মাটিকাটা, ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর, পুরান ঢাকা, লক্ষ্মীবাজার, সদরঘাট, পল্টন, মতিঝিল, গোপীবাগ, মানিকনগর, কমলাপুর, মগবাজার, যাত্রাবাড়ী, ওয়াপদা কলোনি, দনিয়া, জুরাইন, সায়েদাবাদ, শাহজাহানপুর, আজিমপুর, লালবাগ ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকা, হাজারীবাগ, কামরাঙ্গীর চর  এলাকাবাসীর মশা নিয়ে অভিযোগের কোন শেষ নেই।

 

এসব এলাকায় দিনরাত মশার উপদ্রব সমান। লোকজন জানান, কালেভদ্রে দেখা মেলে মশার ওষুধ ছিটানোর কাজে আসা লোকজনের। এমনকি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরেও মশার উৎপাত ব্যাপক।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মাসুদ হাসান বলেন, ‘মশা নিধনে সিটি কর্পোরেশন তৎপর রয়েছে। এ বিষয়ে আমরা নিয়মিত কার্যকর ব্যবস্থা নিচ্ছি।’ খুব শিগগিরই মশা নিধনে একটা ক্র্যাশ প্রোগ্রামে যাবেন বলে তিনি জানান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. মাহবুবুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘মশা নিধনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শীতের এ সময়টায় মশার প্রকোপ একটু বেড়ে যায়। তাই সোমবার থেকে ডিএসসিসি মশা নিধনে আরও জোরদার ব্যবস্থা গ্রহণ করেছে। নগরীর বিভিন্ন ডোবা, খাল এবং লেকে কচুরিপানার কারণে মশার উৎপাত বেশি হয়। তাই আগামী ১৫ দিনের মধ্যে কচুরিপানা অপসারণের কাজ সম্পন্ন করা হবে। কচুরিপানা অপসারণ করা গেলে মশার উৎপাত কিছুটা কমবে।’

তিনি আরো জানান, মশক নিধনকর্মীদের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে। কর্মীরা যাতে ফাঁকি দিতে না পারে সেই জন্য প্রত্যেক ওয়ার্ডে একটি করে টিম গঠন করা হয়েছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া