adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী বললেন – পরীক্ষার সময় ফেসবুক বন্ধ করা হবে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদনিজস্ব প্রতিবেদক : পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে প্রয়োজনে সামাজিক যোগযোগের সাইট ফেসবুক বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে আজ থেকে কোচিং সেন্টারের ওপর কঠোর নজরদারি করা হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে ২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ওপর এক প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রয়োজনে পরীক্ষা চলাকালীন ফেসবুক বন্ধ করা হবে। তবে আইনে এমন কোনো পদ্ধতি আছে কি না, তা খোঁজ নিয়ে দেখতে হবে। কোচিং সেন্টারের বিষয়ে তিনি বলেন, কোচিং সেন্টারের কোনো অনুমোদন নেই, এরা বেআইনিভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘আজ থেকে কোচিং সেন্টারের ওপর কঠোর নজরদারি শুরু হবে। কারণ, এসব কোচিং সেন্টার সাজেশনের নামে বিভ্রান্তি তৈরি করে। এ লক্ষ্যে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন ও অর্থ) আহ্বায়ক করে ২৫ সদস্যের কমিটি গঠন করেছি।’

বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আগামী বছরের (২০১৫) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে তাদের হাত ভেঙে দেওয়া হবে।
তিনি বলেন, ‘আপনারা যারা এ পথে হাঁটেন তারা আর হাঁটবেন না, যারা এ কাজে হাত দেন তারা দয়া করে হাত বাড়াবেন না, আপনাদের হাত পুড়ে যাবে, আপনাদের হাত ভেঙে দেওয়া হবে।’
এ সময় শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, ‘আমার জানামতে যেকোনো পদ্ধতিতে প্রশ্ন ফাঁস করা অপরাধ। এ অপরাধে দুটি পদ্ধতিতে মামলা করা যায়। একটি হলো প্রশ্নপত্র ফাঁস রোধে ১৯৮৮ সালের আইনে এবং আইসিটি আইনে।’   
এ সময় তিনি অনলাইনে প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়ে বিটিআরসির কার্যক্রমের অবহেলা রয়েছে বলে দাবি করেন। সচিবের কথার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বিটিআরসিকে আরো কার্যকরী ভূমিকা রাখার নির্দেশ দেন। আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১৫ নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পাদনের লক্ষ্যে সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতিমূলক এ সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি ২০১৫ সালের এসএসসি, দাখিল বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া