adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খাটো আর লম্বা দুই মানুষের সাক্ষাত লন্ডনে

লন্ডনে বিশ্বের ব্যতিক্রমী দুই মানুষের সাক্ষাৎআন্তর্জাতিক ডেস্ক : ছবি দেখেই বুঝতে পারছেন ঘটনাটি কী? তারা দুজন এ গ্রহেরই বাসিন্দা। তবে একজনের বিপরীত অন্যজন। একজন বিশ্বের সবচেয়ে লম্বা, আরেকজন সবচেয়ে খাটো মানুষ।
বিশ্বের ব্যতিক্রমী এ দুটি মানুষ বৃহস্পতিবার একে অপরের মুখোমুখি হয়েছেন। এদিন ছিল গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের দশম বার্ষিকী। দিনটি উদযাপন উপলক্ষে দুজনকে একত্র করার ব্যবস্থা করে গিনেজ কর্তৃপক্ষ।
তাদের একজনের নাম চন্দ্র বাহাদুর ডাঙ্গি। এ পর্যন্ত পাওয়া তথ্যমতে, নেপালের এই বাহাদুরই বিশ্বের সবচেয়ে ছোট মানুষ। তার উচ্চতা মাত্র ৫৫ সেন্টিমিটার বা সাড়ে ২১ ইঞ্চি। সাক্ষাতের পর বাহাদুর বলেন, ‘বিশ্বের সবচেয়ে লম্বা মানুষকে দেখতে পেয়ে আমি আনন্দিত। তাকে দেখার যথেষ্ট আগ্রহ ছিল আমার।’
৭৪ বছর বয়সী বাহাদুর আরও বলেন, ‘গিনেজ রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হওয়ায় আমি গর্বিত। গিনেজকে ধন্যবাদ। কারণ এর কারণে আমি বিশ্বের অনেক দেশ ও অনেক মানুষকে দেখতে পেয়েছি। সত্যিই আমার ভালো লাগছে।’
অপরদিকে, বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের নাম হলো সুলতান কোসেন। পেশায় কৃষক এ ব্যক্তি তুরস্কের বাসিন্দা। সর্বশেষ তথ্য মোতাবেক তিনিই সবচেয়ে লম্বা মানুষ। তার উচ্চতা দুই দশমিক ৫১ মিটার বা ৮ ফুট ৯ ইঞ্চি। ৩১ বছর বয়সী কোসেন বলেন, ‘চন্দ্রকে দেখে আমি অভিভূত হয়েছি।’
তিনি বলেন, ‘যদিও আমি সবচেয়ে লম্বা, আর তিনি সবচেয়ে ছোট মানুষ। কিন্তু জীবনভর আমাদের একই রকম সংগ্রাম করতে হচ্ছে। যখন আমি চন্দ্রের চোখে তাকাই তখন বুঝতে পারি তিনি সত্যিই ভালো লোক।’ সূত্র : এনডিটিভি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া