adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশকে হারিয়ে চীনের টিকিট পেলো ইরান

H_SP_16হুমায়ুন সম্রাট : এএফসি অনুর্ধ-১৬ মহিলা ফুটবল বাছাই পর্ব বি’ গ্র“পের শেষ খেলায় বৃহস্পতিবার মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ ও ইরান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশের বিপক্ষে ২-১ গোলের ঘাম ঝরানো জয় পায় ইরান। আর এই জয়ের ফলে ২০১৫ সালে চীনে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়শীপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পায় ইরান।
উল্লেখ্য ইরানের মেয়েরা নিজেদের চার খেলায় অপরাজিত থেকে পূর্ন ১২ পয়েন্ট পেয়ে বি-গ্র“প চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উঠে। খেলার শুরু থেকেই গোলের জন্য খেলতে থাকে দু’দল। খেলার ১৬মিনিটে ডানপ্রান্ত থেকে ফ্রি কিক করে ইরানের পেনাল্টি বক্সের ভিতরে বল ফেলেন সানজিদা। বল ক্লিয়ার ও গোল করার চেষ্টায় দু’দলের খেলোয়াড়দের মধ্যে সৃষ্ট জটলা থেকে বল পেয়ে যান ১১ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড লিপি। কোন দেরী না করে বা পায়ের শটে বল পাঠিয়ে দেন ইরানের জালে। ১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। গোলের আনন্দে মেতে উঠে গ্যালারীর হাজারও ফুটবলপ্রেমী দর্শক।  পিছিয়ে পরা ইরান খেলায় ফিরতে মরিয়া। কারন ড্র করলেই বি’গ্র“প চ্যাপিম্পয়ন হয়ে মুল পর্বে খেলার সুযোগ পাবে তারা। তবে প্রথমার্ধে তাদের সেই স্বপ্ন পুরন হতে দেয়নি বাংলাদেশের ফুটবলাররা। অন্য দিকে চুড়ান্ত পর্বে বাংলাদেশকে খেলতে হলে ইরানকে ১৪-০ গোলের বিশাল ব্যবধানে হারাতে হবে। যা বলতে গেলে অসম্ভব। এমন পরিস্থিতে বিপাশা-লিপি-সানজিদারা সমান তালে লড়াই করে ইরানের বিপক্ষে। লিপির দেয়া গোলের লিড ধরে রেখে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। বিরতীর পর আবারও মাঠে নামে দু’দল। ড্র করলেই যখন চূড়ান্ত পর্বে খেলার টিকিট পাবে ইরান তখন গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে তারা। খেলার ৬০মিনিটে ডান প্রান্ত থেকে বদলী খেলোয়াড় ফাতেমিহ হোসেনির কর্নার কিকের বলে দারুন হেডে ইরানকে খেলায় ফেরান ফাতেমিহ ঘেরাইলি (১-১)। এরপর বাংলাদেশের উপর চেপে বসে লাল জার্সিধারী ইরানি মেয়েরা। খেলার ৭০মিনিটে পেনাল্টি বক্সের ভিতরে ফাতেমিহ ঘাসেমিকে ফাউল করেন বাংলাদেশের ডিফেন্ডার নার্গিস খাতুন। শাস্তি স্বরুপ ইরানের পক্ষে পেনাল্টি কিকের নির্দেশ দেন অস্ট্রেলিয়ান রেফারী মার্গারেট। ৭১ মিনিটে পেনাল্টি কিক থেকে গোল করে ইরানকে ২-১ গোলে এগিয়ে নেন ফাতেমিহ ঘাসেমি।  এরপর গোল পরিশোধের চেষ্টা চায় বাংলাদেশ। কিন্তু চেষ্টা সফল হতে দেয়নি ইরানের ফুটবলাররা। শেষ পর্যন্ত আর গোল না হলে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার আনন্দে মেতে উঠে ইরানের মেয়েরা।   এদিকে, দিনের প্রথম খেলায় ভারত ৬-৩ গোলে পরাজিত করে জর্ডানকে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া