adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মদ-বিয়ার উদ্ধার হলো পুলিশের বাসা থেকে

 

 

 

 

 

 

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পুলিশ সদস্যের ভাড়া বাসা থেকে বিদেশি মদ, বিয়ার ও চাইনিজ রাইফেলের এক রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় ওই পুলিশ কর্মকর্তা ও তার সহযোগীরা পালিয়ে যান। এ ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত কোনো মামলা করেনি ডিবি। 
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টায় সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার ‘জাহানারা নীড়’ বাড়ির একটি কক্ষে ডিবির উপ-পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। ওই কক্ষের ভাড়াটিয়া পুলিশ সদস্য তরিকুল ইসলাম রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তরিকুল ও তার কয়েকজন সহযোগী  পালিয়ে যান। 
কক্ষ থেকে এক রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি, এক বোতল বিদেশি মদ, ছয় ক্যান বিয়ার ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এছাড়াও, চারটি বিয়ারের ক্যান ও তিনটি বিদেশি মদের বোতল খালি অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 
তিনি বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আসামীদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া