১৪ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের সঙ্গে খালেদার শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ১৪ অক্টোবর মঙ্গলবার বেলা ৩টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। মতবিনিময় অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন