adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্বপ্নদলের ‘স্পার্টাকাস’

স্বপ্নদলের ‘স্পার্টাকাস’ নাটকের মহড়ার মুহূর্তবিনোদন ডেস্ক: বিশ্ব-ইতিহাসের এক উল্লেখযোগ্য অধ্যায় প্রথম রোমান দাসবিদ্রোহ। খ্রিস্টপূর্ব ৭৪ থেকে ৭১ পর্যন্ত প্রবল পরাক্রমশালী রোমান সাম্রাজ্যকে স্পার্টাকাসের নেতৃত্বে দাসবাহিনীর বিদ্রোহ বিপর্যস্ত ও অবরূদ্ধ করে রেখেছিল। রোমান সেনাবাহিনী বারবার স্পার্টাকাসের বিরূদ্ধে অভিযান চালিয়ে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত পরাজিত হয় স্পার্টাকাস। যুদ্ধের ময়দানেই অসংখ্য সৈনিক মিলে স্পার্টাকাসকে এবং তার সঙ্গী প্রায় সাড়ে ছয় হাজার দাসকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা হয়। স্পার্টাকাসের সঙ্গী একজন দাস ক্রুশে মৃত্যুর পূর্বে চিতকার করে বলেছিল, আমি আবার ফিরে আসবো, লাখ লাখ কোটি কোটি হয়ে ফিরে আসবো। এই বক্তব্য নিয়ে নাট্যসংগঠন স্বপ্নদল তৈরি করেছে তাদের নতুন প্রযোজনা ‘স্পার্টাকাস’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামী ২৩ অক্টোবর সন্ধ্যা ৭টায় এর উদ্বোধনী মঞ্চায়ন হবে। মার্কিন ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্টের উপন্যাস অবলম্বনে বাদল সরকারের রচনা থেকে প্রযোজনাটি নির্দেশনা দিচ্ছেন স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন। তিনি জানান, আধুনিক বাংলা নাট্যরীতির প্রয়োগে ‘স্পার্টাকাস’কে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। নাটকটি উতসর্গ করা হয়েছে সাভার-ট্র্যাজেডিসহ দেশের পোশাক কারখানায় হতাহতদের উদ্দেশে। স্বপ্নদলের ‘স্পার্টাকাস’ নাটকে অভিনয় করছেন সাঈদ, শিশির, তানভীর, মোস্তাফিজ, তীর্থ, শুভ, নাবলু, সায়েম, বাবুল, লোকমান, আঁচল, জুঁই, ঊষা, রানা, জাহাঙ্গীর, অন্তর, মাসুদ, হিটলার, জেবু, জার্জি প্রমুখ। মঞ্চ-পরিকল্পনায় ফজলে রাব্বী সুকর্ন, আলোক-পরিকল্পনায় মোহাম্মদ জসীম উদ্দিন, পোশাক-পরিকল্পনায় এনাম তারা সাকী, সামগ্রী-পরিকল্পনায় হিটলারম্যান রাজু এবং কোরিওগ্রাফি করেছেন তুষার চক্রবর্তী ও ফারজানা রহমান। প্রযোজনা-ব্যবস্থাপক শিশির সিকদার ও মোস্তাফিজুর রহমান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া