adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রণবীরের দেহে অস্ত্রোপচার

 রণবীর কাপুরবিনোদন ডেস্ক: জন্মদিনের আনন্দটা বেশিক্ষণ উপভোগ করতে পারলেন না রণবীর কাপুর। প্রেমিকা ক্যাটরিনা কাইফ ২৮ সেপ্টেম্বর রণবীরের জন্মদিনে আড্ডা-ফূর্তির আয়োজন করেছিলেন। কিন্তু ২৯ সেপ্টেম্বর খুব সকালেই আনন্দের ইতি টেনে মুম্বাই হাসপাতালে রওনা হন ৩২ বছর বয়সী এই অভিনেতা। জানা গেছে, রণবীরের গলার ভেতরে বেড়ে ওঠা অতিরিক্ত মাংসগ্রন্থি অস্ত্রোপচার করে ফেলে দেওয়া হয়েছে। চিকিতসকদের ভাষায় এটাকে বলে অ্যাডিনয়েড সার্জারি। সুস্থ হয়ে ওঠার জন্য অল্প কয়েকদিন বিরতি নেবেন তিনি। তার বাবা ঋষি কাপুর টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ওর অ্যাডিনয়েড সার্জারি রুটিন কাজ। এটা বড় কিছু নয়। সাইনাসের মতোই সাধারণ ব্যাপার। রণবীরের পাঁচ দিন কাজ নেই। তাই অস্ত্রোপচার করিয়েছে ও। বুধবারই হাসপাতাল থেকে ছাড়া পাবে সে। চিকিতসাবিজ্ঞানে নাকের পেছনের অংশে মুখের ছাদের ওপরে টনসিলের মতোই অতিরিক্ত মাংসগ্রন্থি বেড়ে ওঠাকে অ্যাডিনয়েড বলা হয়। নিঃশ্বাস নিলে এই মাংসগ্রন্থি দিয়ে বাতাস নির্গমন হয়। রণবীর বেশ কিছুদিন ধরে এই সমস্যায় ভুগছেন। মাঝে মধ্যে শ্বাস সহজতর করার জন্য মুখ খুলে ঘুমান তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া