adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমির খান চান শিশুরা হোক পরিশ্রমী

আমির খানবিনোদন ডেস্ক: ছোটদের আরোও যতœশীল, কর্মঠ ও একমুখী হওয়া উচিত বলে জানালেন সুপারস্টার আমির খান। ২৯ সেপ্টেম্বর ভোপালের সংস্কার ভ্যালি স্কুলের রাউন্ড স্কয়ার ইন্টারন্যাশনাল কনফারেন্সে উপস্থিত থেকে আমির একথা জানান। তিনি বলেছেন, আমি চাই শিশুরা আরোও বেশি পরিশ্রমী হোক আর নিজেদের জীবনকে চুটিয়ে উপভোগ করুক। বরাবরই শিশুদের প্রতি আমিরের আলাদা আবেগ রয়েছে। শিশুতোষ সিনেমাও তৈরি করেছেন তিনি। এছাড়াও নিজের প্রযোজিত অনুষ্ঠান শো ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানে শিশু সংক্রান্ত নানান সমস্যা যেমন বয়ঃসন্ধি, যৌনতা, ধর্ষণ নিয়ে সচেতনতা মুলক প্রচারণাও চালিয়েছেন। পাঁচটি মহাদেশের ২২টিরও বেশি দেশের শিক্ষার্থীরা এই রাউন্ড স্কয়ারের বৈঠকে অংশগ্রহন করে। বৈঠক শেষে আমিরকে প্রশ্ন করা হয়, জীবনে সবচেয়ে বেশি কোন দিককে গুরুত্ব দেন তিনি। উত্তরে আমির জানান, যতœশীল হওয়াটাই সবচেয়ে বেশি দরকার। প্রেম পড়াশুনা সবক্ষেত্রেই যতœশীল হতে হবে। নিজের দেখা স্বপ্নকে কখনোও অপূর্ণ ছাড়তে নেই। সেইসঙ্গে শিক্ষার্থীদের এমন পদক্ষেপে শিক্ষকদেরও বড় ভূমিকা পালন করতে হবে বলে জানান এই অভিনেতা। তাদেরকেই শেখাতে হবে কি করে দলবদ্ধ হয়ে কাজ করতে হয়। পাশাপাশি অভিভাবকদের উদ্দেশ্যে ৪৯ বছর বয়সী আমির বলেন, কখনোও নিজর সন্তানকে অন্য বাচ্চাদের সঙ্গে তুলনা করবেননা। কারণ সব শিশুই নিজ নিজ জায়গায় বিশেষ কিছু করে দেখানোর ক্ষমতা রাখে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া