adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাকি না দিলে গুলি খা

BOGRA-Shoot-pic বাকি দিবি না? তো খা গুলি! বাকি দিবি না? তো খা গুলি! BOGRA Shoot pic e1408553619421ডেস্ক রিপোর্ট : বাকিতে রুটি কলা দে, নইলে গুলি নে। রুটি আর কলা বাকিতে না পেয়ে দোকানে গুলিবর্ষণ করেছে এক তরুণ। এতে দোকানী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনাটি ঘটেছে বগুড়া শহরের খান্দার এলাকায়।
গুলিবর্ষণকারী ওই তরুণের নাম রুদ্র কুমার দাস (২০)। তিনি বগুড়া এসওএস স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বগুড়া মিশন হাসপাতালের কর্মকর্তা রতন কুমার দাসের ছেলে।
গত মঙ্গলবার রাতে শহরের খান্দারের এম হাকিম অ্যান্ড সন্স দোকানে বাকিতে পাউরুটি ও কলা কিনতে যান রুদ্র। দোকানদার বাকি দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন রুদ্র। এরপর রাত শেষে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাবার লাইসেন্স করা একনলা বন্দুক নিয়ে ওই দোকানে হামলা চালান। এলোপাতাড়ি গুলিবর্ষণ করে দোকানে।
এসময় দোকানে অবস্থানরত হোসনে আরা (৩৫) নামে এক নারী পায়ে গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
প্রকাশ্য দিনের বেলায় দোকানে গুলিবর্ষণ করার ঘটনায় প্রথমে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এক পর্যায়ে স্থানীয় জনতা রুদ্রকে আটক করে। এরপর তাকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়া হয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি ফায়জুর রহমান জানান, আটক তরুণটি মাদকাসক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া