adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পানির ঢল- হুমকির মুখে তিস্তা ব্যারেজ

LALMONIRHAT -Tista-Baraj-Pic-15-08-14 ঢলের পানিতে হুমকির মুখে তিস্তা ব্যারেজ ঢলের পানিতে হুমকির মুখে তিস্তা ব্যারেজ LALMONIRHAT Tista Baraj Pic 15 08 14 e1408154742536ডেস্ক রিপোর্ট : দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারেজ হুমকির মুখে পড়েছে। বিপদ সীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি।
প্রতিনিয়তই পানি প্রবাহ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজ নিয়ে অনেকটাই সংকায় পড়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি প্রবাহ আর একটু বাড়লেই বাইপাস কেটে দিয়ে ব্যারেজ রক্ষার সিদ্ধান্ত নিয়েছে পাউবো। এ জন্যই বাইপাস এলাকার মানুষজনকে নিরাপদে সরিয়ে যেতে বলা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় বাইপাস এলাকায় রেডএলার্ট জারি করে ব্যারেজ কর্তৃপক্ষ।  পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হাফিজুল ইসলাম জানান, ভারত থেকে প্রচণ্ড গতিতে পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসায় তিস্তা ব্যারাজ এলাকায় পানি বিপদ সীমার ৫৫ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ব্যারেজের উজান ও ভাটিতে অসংখ্য গ্রামের মানুষজন পানিবন্দি হয়ে পড়েছে। ব্যারেজ হুমকির সš§ুখীন হওয়ায় সব গেট খুলে দিয়ে পানির গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।
ব্যারাজ রক্ষার্থে বাইপাসের আশ পাশে বসত বাড়ির লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। পানির গতি বেড়ে যাওয়ায় যেকোনো মুহূর্তে বাইপাস কেটে দেয়া হতে পারে। ওই বাইপাস কেটে দেয়া হলে গোটা লালমনিরহাট জেলা পানিবন্দি হয়ে পড়বে।
গত দু’দিনের ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তাসহ লালমনিরহাটের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে লালমনিরহাটের ৫ উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তিস্তা তীরের মানুষের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক।
এদিকে, তিস্তা সেচ প্রকল্প রক্ষার্থে তিস্তা ব্যারেজের কর্মকর্তাদের সঙ্গে ঘুমহীন রাত যাপন করছেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। এর বাইপাস এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে যেতে মাইকিং করা হচ্ছে।
তিস্তা ব্যারাজ এলাকায় উপস্থিত হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু বলেন, পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে। আতঙ্কের কিছু নেই। লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, তিস্তা ব্যারাজ রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা সর্বদাই সজাগ রয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া