adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একমাসে প্রবাসী আয়ে রেকর্ড

ডলারনিজস্ব প্রতিবেদক : চলতি বছরের জুলাইয়ে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। স্বাধীনতার পর এক মাসে সর্বোচ্চ প্রায় ১৪৮ কোটি ডলার পাঠিয়েছেন তারা। যা দেশের ইতিহাসে এ পর্যন্ত রেকর্ড সৃষ্টি করেছে। 
ধারণা করা হচ্ছে, পরিবার ও নিকট আত্বীয়রা যাতে খুশিতে ঈদুল ফিতর উদযাপন করতে পারেন সেজন্য জুলাই মাসে বড় অংকের এই অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে ২০১২ সালের অক্টোবরে ১৪৫ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়ে রেকর্ড সৃষ্টি করেন প্রবাসী বাংলাদেশিরা। 
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, দেশের অর্থনীতির অন্যতম নির্ভরতার খাত প্রবাসী আয়। পরিবার পরিজন রেখে যে মানুষগুলো বিদেশে পাড়ি জমিয়েছে, তাদের কষ্টের উপার্জিত অর্থ আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। প্রবাসী আয়ের এই উচ্চ ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলেও মনে করেন তিনি। 
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় গত জুন মাসের তুলনায় প্রায় ১৫ দশমিক ১৯ শতাংশ এবং বিগত বছরের জুলাই মাসের তুলনায় ১৯ দশমিক ৬৭ শতাংশ বেশি। বিগত বছরের জুলাই মাসের ১২৩ কোটি ৮৪ লাখ ডলার প্রবাসী আয় হয়। 
এদিকে ২০১৪ সালের প্রথম সাত মাসে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯৩ কোটি ৭৯ লাখ ডলার। যা ২০১৩ সালের প্রথম সাত মাসের তুলনায় ৭ দশমিক ৭১ শতাংশ বেশি। তবে গত অর্থ বছরে প্রবাসী আয় আগের অর্থ বছরের তুলনা কমেছে বলে সূত্র জানায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া