adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হে আল্লাহ, গাজার মুসলমানদের বাঁচাও – বাংলাদেশে ঈদের নামাজে মুসল্লিদের প্রার্থনা

0,,17816873_303,00ডেস্ক রিপোর্ট :  প্রার্থনা ছাড়া যেন আর কিছুই করার নেই। মসজিদে মসজিদে তবু সারা বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের পাশাপাশি চোখের পানি ফেলেছেন মুসল্লিরা। গাজায় একটি শিশু, কোনো নারী কিংবা কোনো পুরুষ যখন ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারায় তখন এই বাংলার মুসলমানের প্রাণও কেঁদে ওঠে। তারা বড় জোর প্রতিবাদ বিক্ষোভ কিংবা যা কিছু আছে সম্বল তা নিয়েই আল্লাহর কাছে কম্পিত দু’হাত তুলে ফরিয়াদ করেন হে আল্লাহ সাম্রাজ্যবাদিদের হাত থেকে আর ধর্মান্ধ ধর্মব্যবসায়ী বাদশাহদের হাত থেকে তুমি মজলুম মুসলমানদের রক্ষা করা। মসজিদে মসজিদে ঈদের নামাজে এক মাস সিয়াম সাধনার পর যখন রোজাদাররা হাত তুলে এমন প্রার্থনা করছিলেন তখন অনেক ইমাম বলে ওঠেন হে আল্লাহ আমরা এতই দুর্বল যে তোমার কাছে গাজার মুসলমানদের জন্যে ফরিয়াদ করা ছাড়া আর কিছুই করার সমর্থ নেই।
373249_Gaza-kidsসারাদেশে গাজায় ইসরায়েলের হামলা ও হত্যা বন্ধের প্রার্থনার মধ্য দিয়ে মুসল্লিরা ঈদ উদযাপন শুরু করেন। তাদের প্রার্থনায় স্থান পায় দুর্গত ঘর বাড়ি ছাড়া রোহিঙ্গা মুসলমানদের আর্তিও৷ জাতীয় ঈদগায়ে ঈদের প্রধান জামাতে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য প্রার্থনা করা হয়৷
দেশের সবচেয়ে বড় ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায়ও একই প্রার্থনা করা হয়েছে৷ মঙ্গলবার সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে ঈদ-উল-ফিতরের আনুষ্ঠানিকতা শুরু হয়৷ জাতীয় ঈদগায়ে প্রধান জামাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধান বিচারপতি ও মন্ত্রিপরিষদের সদস্যসহ বিশিষ্ট নাগরিকরা নামাজ আদায় করেন৷ নামাজ শেষে দেশের ও দেশের মানুষের শান্তি এবং কল্যাণ কামনার পাশাপাশি ফিলিস্তিনে শান্তির জন্য প্রার্থনা করা হয়৷ ঈদের প্রধান জামাতের ইমাম মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন তাঁর মোনাজাতে বলেন, ফিলিস্তিনের গাজায় মানবতার চরম অপমান হচ্ছে৷ সেখানে সাধারণ মানুষের রক্ত ঝরছে৷ নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে৷ তিনি এই হত্যা বন্ধের জন্য প্রার্থনা করেন৷ তিনি বিশ্ব নেতৃবৃন্দকেও গাজায় শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান৷ মাওলানা সালাউদ্দিন বলেন, গাজায় যে গণহত্যা হচ্ছে তা বন্ধে যদি পদক্ষেপ নেয়া না হয় তাহলে তা বিশ্ব মানবতাকে চরমভাবে কলঙ্কিত করবে৷
0,,17816770_303,00ঈদের নামাজ পড়তে আসা নারী-পুরুষ সবার মুখেই ছিল একই কথা৷ তারা বলেন, আজ যখন বাংলাদেশে ঈদ হ”েছ তখন ফিলিস্তিনে রক্ত ঝড়ছে৷ তাই ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে৷
দেশের সর্ববৃহত ঈদের জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়৷ এখানে কয়েক লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় শেষে ফিলিস্তিনে ‘গণহত্যা’ বন্ধে বিশেষ মোনাজাত করেন৷ লাখো মুসল্লি দুই হাত তুলে চোখের জলে গাজার নারী-পুরুষ ও শিশুদের জীবনরক্ষার জন্য প্রার্থনা করেন৷ এই জামাতের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসউদ সাংবাদিকদের বলেন, এটা কোনো ধর্মের বিষয় নয়, ফিলিস্তিনে নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এটাই বড় কথা৷ এটা মানবতার প্রতি আঘাত৷ এই হত্যা বন্ধ করতে হবে৷ তিনি বলেন যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কথা বলেন তাদের বুঝতে হবে পৃথিবীর কোনো অংশের মানুষকে হত্যার বিরুদ্ধে তারা যদি সোচ্ছার না হন, ব্যবস্থা না নেন, তাহলে তাদের শান্তি প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে৷ মনে রাখতে হবে হিংসা কেবল হিংসারই জন্ম দেয়৷
0,,17816540_404,00বাংলাদেশের সব ঈদ জামাতের মোনাজাতেই এবার প্রাধান্য পেয়েছে ফিলিস্তিনিদের হত্যার বিষয়টি৷ সাধারণ মুসল্লিরাও মোনাজাতের পাশাপাশি তাদের ক্ষোভ আর প্রতিবাদের কথা জানিয়েছেন৷ এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বর্বরতা অব্যাহত রয়েছে। গত দুদিনে শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। গত ৮ জুলাই থেকে এপর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ১২’শ ছাড়িয়ে গেছে। এদের মধ্যে শিশু মারা গেছে আড়াই শতাধিক।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া