adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দৃষ্টিহীন এক পরিবারের গল্প

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমডেস্ক রিপোর্ট : লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের পাঁচ সদস্য দৃষ্টি প্রতিবন্ধী। ঈদুল ফিতর নিয়ে তাদের কোন ভাবনা নেই। নামাজ আদায়ের মধ্য দিয়ে তাদের ঈদের আমেজ সীমাবদ্ধ। 
অভাব-অনটনের কারণে ওই পরিবারের সদস্যরা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। এক বেলা খেলে অন্য বেলা তাদের থাকতে হয় উপোষ। তারা অন্যের সহযোগিতা নিয়ে দুই বেলা খেয়ে বেছে থাকার স্বপ্ন দেখছেন। কিন্তু স্বপ্ন তাদের কাছে এখনো অধরা। নিত্য অভাব নিয়ে এখন তারা কার কাছে যাবে?
উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের লামছরী গ্রামের হাফেজ ইসমাইল হোসেন (৪৮) দৃষ্টি প্রতিবন্ধী। তার তিন ছেলে ও বোন দৃষ্টি প্রতিবন্ধী। বড় ছেলে রহমত উল্যাহ (২২) জন্মগতভাবেই অন্ধ। তৃতীয় ছেলে দৃষ্টি প্রতিবন্ধী আয়াত উল্ল্যাহ (১৯) বাড়িতেই থাকে। চতুর্থ ছেলে নেয়ামত উল্ল্যাহ (৭) দৃষ্টি প্রতিবন্ধী । হাফেজ ইসমাইলের বড় বোন আমেনা বেগম (৫১) শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী। তিনি ইসমাইলের সংসারে থাকেন। 
ইসমাইলের বাবা দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ কেরামত আলী প্রায় সাড়ে ১০ বছর আগে প্যারালাইজড হয়ে ও মা দৃষ্টি প্রতিবন্ধী রোমানা বেগম তিন বছর আগে খাদ্যনালী শুকিয়ে মারা যান। 

ইসমাইল হোসেনের মেয়ে আয়াতন নেছা (২০) নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। দারিদ্রের কারণে সে বর্তমানে বাবা-মায়ের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে।
হাফেজ ইসমাইল হোসেন বলেন, অর্থ সংকট মাথায় নিয়ে প্রতিদিন ভোরে আমাদের ঘুম ভাঙে। আমাদের পরিবারে রোজগার করার মতো কেউ নেই। অর্ধাহারে-অনাহারে আমাদের দিন কাটে। সরকার ও সমাজের বিত্তবানরা দৃষ্টি দিলে আমাদের পরিবারটি বাঁচবে। 
ওই এলাকার ইউপি সদস্য আরিফুর রহমান বলেন, পাঁচ জন দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায়- পরিবারটি অর্থ সংকটে ভুগছে। ওই পরিবারের দুইজন প্রতিবন্ধী ভাতা পায়। ইউনিয়ন পরিষদে বরাদ্দ আসলে বিষয়টি বিবেচনা করা হবে। সরকারি পৃষ্টপোষকতা পেলে তারা ভালোভাবে বেঁচে থাকতে পারবে। 
ইসমাইল হোসেনের পরিবারকে সাহায্য পাঠাতে পারেন-আয়াত উল্ল্যা, সঞ্চয়ী হিসাব নং ১৩৮৪৮, ইসলামী ব্যাংক, রায়পুর শাখা, লক্ষ্মীপুর। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া