adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্ক আর্টকানেকশন গ্যালারিতে বিপাশার চিত্রকর্ম

বিনোদন ডেস্ক : নিউইয়র্কের লং আইল্যান্ডে অবস্থিত নিউইয়র্ক আর্ট কানেকশন গ্যালারিতে চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশ এবং আমেরিকার নারী চিত্রশিল্পীরা। এর উদ্বোধন হবে আগামী ১৮ জুন। চলবে ৩০ জুন পর্যন্ত।
বাংলাদেশি শিল্পীদের মধ্যে প্রদর্শনীর অন্যতম আকর্ষণ অভিনেত্রী বিপাশা হায়াতের আঁকা ছবি। অংশগ্রহণকারী অন্য শিল্পীরা হলেন রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা, শামীম সুব্রানা, সামিনা নাফিজ, লায়লা শারমিন, আফরোজা জামিল ও মাকসুদা ইকবাল।
আমেরিকার শিল্পীরা হলেন গ্যালিনা মেলনিক, টিনা ইয়ালা, হেলেন ডিয়েট্রিক, বারবারা লেঞ্জ, শামীম বেগম, লরি সামারা-শ্লাজিটার, আই ওয়েন ক্রাতজ।
প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আর্ট কানেকশন এবং বাংলাদেশের গ্যালারি টোয়েন্টি ওয়ান। গ্যালারি টোয়েন্টি ওয়ানের পরিচালক শামীমা সুব্রান মনে করছেন, দেশে দেশে বন্ধুত্ব ও পরিচিতির প্রসারে এ প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া