adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দুই দিনের কর্মসূচি ঘোষণা ইন্টার্ন নার্সদের

ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কমনিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন নার্সদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা নার্সিং কলেজের বিক্ষোভরত ইন্টার্ন নার্সরা দুই দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা নার্সিং কলেজ হোস্টেলে নার্সেস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিএনএ), ডিপ্লোমা নার্স অ্যাসোসিয়েশন (বিবিএসএ) ছাড়াও আরো দু'টি নার্সিং সংগঠনের সঙ্গে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচির আওতায় প্রথম দিন ২১ মে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের সামনে বিক্ষোভ সমাবেশ ও কালো ব্যাচ ধারন।
দ্বিতীয় দিন, ২২ মে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
এরপর ২২ ও ২৩ মে কর্মসূচির প্রেক্ষিতে পর্যবেক্ষণ। যদি দাবি পূরণ না হয় তা হলে ২৫ মে আবারো পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে বলে জানা গেছে।
ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থী ও বিক্ষোভের সমন্বয়ক নাহিদা আক্তার রাখি এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া