adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এক মাসে পাঁচবার কর্মবিরতি সরকারি হাসপাতালে

miKvwi nvmcvZv‡j GK gv‡m cvuPevi Kg©weiwZনিজস্ব প্রতিবেদক : গত এক মাসে ঢাকাসহ দেশের সরকারি হাসপাতালগুলোতে অন্তত পাঁচবার কর্মবিরতি পালন করে শিক্ষানবিশ চিকিৎসকরা। এসব ঘটনায় চরম দুর্ভোগে পড়তে হয় রোগীদের। সবশেষ মঙ্গলবার দুপুরে লিফটে ওঠা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মধ্যে সংঘর্ষ হয়। হাসপাতালটির জরুরি বিভাগ বন্ধ থাকে প্রায় চার ঘণ্টা।
১৩ এপ্রিল রাতে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী মারা যান। ভুল চিকিৎসার অভিযোগ তুলে স্বজনরা চিকিৎসকদের মারধর ও হাসপাতালে ভাঙচুর চালায়। ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ১৫ এপ্রিল কর্মবিরতির ডাক দেন চিকিৎসকরা। দুদিন পর কর্মবিরতি প্রত্যাহার করেন চিকিৎসকরা।
বার বার এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন। কিন্তু তারা কখনোই এর প্রতিকার পান না।
বিএমএ সাবেক সভাপতি রশীদ-ই-মাহবুব জানান, বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক ছত্রছায়ায় থাকা শিক্ষানবিশ চিকিৎসকরা ক্ষমতাসীন দলের দাপট দেখায়। একের পর এক সহিংসতার ঘটনা ঘটলেও চিকিৎসকদের সংগঠন বিএমএর তরফ থেকে কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না।
নানা কারণে সাধারণ মানুষের মধ্যে চিকিৎসকদের সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সূত্র  : ইন্ডিপেন্ডেন্ট টিভি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া