adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিভক্তির মধ্যেই সক্রিয় হলো গণজাগরণ মঞ্চ

নিজস্ব প্রতিবেদক : বিভক্তির মধ্যেই সক্রিয় হলো ইমরানের গণজাগরণ মঞ্চ। ৬ দফা দাবি ও যুদ্ধাপরাধীদের বিচারে ধীর গতির প্রতিবাদে আবারো নতুন কর্মসূচি ঘোষণা করেছে তারা। কর্মসূচির মধ্যে রয়েছে, ১৮ এপ্রিল সারাদেশে বিক্ষোভ মিছিল।
এছাড়া নববর্ষের দিন অর্থাৎ ১৪ এপ্রিল সকাল ৯টায় যুদ্ধাপরাধী কাদের মোল্লার নেতৃত্ব মিরপুরের আলকদী গ্রামে নির্যাতিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বিকেল ৩টায় 'নববর্ষের অঙ্গীকার নিপাত যাক রাজাকার' শিরোনামে শাহবাগে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় আলোক প্রজ্জ্বলন।
শুক্রবার বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলাকারীদের বিচার দাবি করেছেন ডা. ইমরান এইচ সরকার। তিনি বলেন, গণজাগরণ মঞ্চ সর্বোচ্চ ত্যাগ ও ধৈর্যের সঙ্গে আন্দোলন চালিয়ে যাবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া