adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রোস্তম হত্যায় শিবির নেতাকে আসামি করে মামলা

ডেস্ক রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছ্ত্রালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোস্তম আলী আকন্দ হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতিকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মতিহার থানায় মামলাটি দায়ের করেন।মামলায় রাবি শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনকে প্রধান আসামি করে শিবিরের আরো কয়েকজন নেতাকর্মী এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল ইসলাম বলেন, রাতে সোহরাওয়াদী হলের শিক্ষার্থী মেহেদী হাসান শিবিরের কয়েক জনের নামসহ অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। তবে তদন্তের স্বার্থে নামগুলো জানানো যাবে না।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার দুপুর দেড়টার দিকে সোহরাওয়ার্দী হলের ২৩০ নম্বর কক্ষে রোস্তমকে গুলি করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে নিয়ে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর ছাত্রলীগ নেতারা দাবি করেন, শিবির ক্যাডাররা তাকে গুলি করে হত্যা করেছে। শিবিরের দাবি, অভ্যন্তরীণ দন্ধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।নিহত ছাত্রলীগ নেতা রোস্তম আলী আকন্দ রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া