adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সরকার ও বিরোধী দলের ঐকমত্য জরুরি

ডেস্ক রিপোর্ট : দেশ ও জাতির সার্বিক অগ্রগতি বাস্তবায়নে সরকার ও বিরোধী দল উভয়কেই ঐক্যমত্যে আসতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার বিকেলে আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে পিকেএসএফ আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন মন্ত্রী। ২০১৩ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র পরিবারের মেধাবী ৯৫০ ছাত্র-ছাত্রীকে বিশেষ স্বীকৃতি স্বরূপ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘উন্নত দেশ গড়তে এবং দেশকে ক্রমবর্ধমান উন্নতির পথে পরিচালিত করতে আমাদের নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং যুগোপযোগী করে তুলতে হবে। তাদের যথাযথ শিক্ষার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। তাই দেশ ও জাতির স্বার্থে সরকারি ও বিরোধী দলকে ঐক্যমত্যে আসতে হবে। তা না হলে কোনো অগ্রগতিই সম্ভব নয়।’ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি মনে করি এটা কোনো আর্থিক সহায়তা নয়। ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার জন্য এটা তোমাদের একটা স্বীকৃতি।’ বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব আবদুস সোবহান সিকদার। শিক্ষার্থীদের উদ্দেশে আবদুস সোবহান বলেন, ‘আর্থিক অসঙ্গতিই যে লেখাপড়ার জন্য বাধা একথা আমি বিশ্বাস করি না। কেউ যদি বড় হতে চায় অভাব কখনো তাকে রোধ করতে পাড়ে না। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা লক্ষ্য স্থির করা। লক্ষ্যে পৌঁছার জন্য পরিশ্রম করলে কোনো বাধাই বাধা না।’ সভাপতির বক্তব্যে কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, ‘দেশের শিক্ষানীতি অনেক দূর অগ্রসর হয়েছে। তবে এর বাস্তবায়নে প্রসাশনিক কিছু বাধা এখনো রয়েছে। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা আইন পাস করানোর জন্য মন্ত্রাণালয় কাজ করে যাচ্ছে। অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা অধিকার বাস্তবায়ানের বিষয়টি ইতিমধ্যে শিক্ষা আইনের খসড়ায় প্রাধান্য পেয়েছে।’ শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে ড. খলীকুজ্জামান আরো বলেন, ‘আমরা যদি চুরি-দুর্নীতি না করি এবং আমাদের অর্থের সদব্যবহার করি তাহলে বিদেশি সাহায্যের প্রয়োজন বাংলাদেশের নাই।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া