adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিনির বাজারে কারসাজি হলে অতিরিক্ত শুল্কারোপ

ঢাকা: সরকারের সঙ্গে পাল্লা না দিয়ে বাজারে চিনির দাম স্থিতিশীল রাখতে রিফাইনারি মিল মালিকদের সহযোগিতা চেয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি হুঁশিয়ারি করে বলেছেন, মূল্য কারসাজির মাধ্যমে চিনির বাজার অস্থিতিশীল করা হলে সমতা আনতে সরকার অতিরিক্ত শুল্কারোপ করবে। প্রয়োজনে অপরিশোধিত চিনি আমদানি করার উদ্যোগ নেবে সরকার।

রোববার  ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মিলনায়তনে ‘রপ্তানি বৃদ্ধিতে অ্যাক্রেডিটেশনের ভূমিক’” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি), ডিসিসিআই ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

ডিসিসিআইয়ের  প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান খানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) সদস্য প্রকৌশলী এম লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ উদ্দিন।

শিল্পমন্ত্রী বলেন, যারা সত্যিকার অর্থে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে  জড়িত, কেবল তাদেরই ব্যবসা করা উচিত। অতীতে অব্যবসায়ীরা অনৈতিক কাজ করে দেশের রপ্তানিবাণিজ্য ক্ষতিগ্রস্ত করেছেন। রপ্তানি বাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশি পণ্যের গুণগত মানোন্নয়ন ও অ্যাক্রেডিটেশন সনদ অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।

শিল্পমন্ত্রী রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও নতুন গন্তব্যে পণ্য রপ্তানি বাড়াতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে অ্যাক্রেডিটেশন-বিষয়ক সচেতনতা বাড়ানোর তাগিদ দেন।

অনুষ্ঠানে বক্তারা সরকারি-বেসরসকারি যৌথ অংশীদারিতে দেশেই অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষাগার স্থাপনের পরামর্শ দেন। তারা বলেন, এর ফলে বিএসটিআই পরিচালিত ল্যাবরেটরিগুলোর ওপর পরীক্ষণের চাপ কমে আসবে। এ উদ্যোগ পণ্যের মান পরীক্ষা খাতে সময় ও অর্থের সাশ্রয় করে রপ্তানি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

পরে মন্ত্রী বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) প্রকাশিত  ‘অ্যাক্রেডিটেশন হ্যান্ডবুক’-এর মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের  (বিল্ড) চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ডিসিসিআইয়ের সহসভাপতি খন্দকার শহীদুল ইসলাম, পরিচালক হুমায়ুন রশীদ, আব্দুস সালাম আলোচনায় অংশ নেন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া