adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যস্বত্বভোগী পণ্যের দাম বহুগুণ বৃদ্ধি করে

image_76187_0 (1)ঢাকা: ভোক্তাদের মধ্যবর্তীপর্যায়ে অগনিত মধ্যস্বত্বভোগী ব্যবসা চালিয়ে পণ্যের বিক্রয়মূল্য বহুগুণ বৃদ্ধি করে বলে জাতীয় সংসদে জানিয়েছেন কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

নওগাঁ-৬ আসনে থেকে নির্বাচিত সংসদ মো. ইসরাফিল আলমের তারকা চিহ্নিত ১২৬ নম্বর প্রশ্নের জবাবে বৃহস্পতিবার সংসদে তিনি এ কথা জানান।

ইসরাফিল আলমের প্রশ্নটি ছিল ‘প্রান্তিক পর্যায়ে কৃষকদের দ্বারা উৎপাদিত কৃষিপণ্যের বিক্রয়মূল্য ও পরবর্তীতে দেশব্যাপী বিপণনকালে মূল্যের মধ্যে যে বিরাট ব্যবধান থাকে তাহার কারণ কি এবং বিক্রমূল্যের এ বিশাল তারতম্য নিরসনে এবং কৃষকদের কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির ক্ষেত্রে আপনার মন্ত্রণালয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হইয়াছে কিনা; পদক্ষেপ গ্রহণ করা হইলে, তাহার বিবরণ কি; না করা হইলে, উহার কারণ কি?’

এ প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী বলেন, ‘উৎপাদিত কৃষি পণ্যের বিক্রয়মূল্য ও পরবর্তীতে দেশব্যপী বিপণনকালে মূল্যের মধ্যে যে বিরাট  ব্যবধান থাকে তার অন্যতম কারণ হচ্ছে, কৃষি পণ্যের উৎপাদনকে এবং ভোক্তার মধ্যবর্তী পর্যায়ে অগনিত মধ্যস্বত্বভোগী ব্যবসা চালিয়ে পণ্যের বিক্রয়মূল্য বহুগুন বৃদ্ধি করে। তাদের মুনাফা ও পণ্য লেনদেনের ব্যয় সামগ্রিকভাবে মূল্যের সাথে যোগ হয়ে চূড়ান্ত বিক্রয়মূল্যের পরিমাণ অনেকগুন বৃদ্ধি করে। এতে উৎপাদক কিংবা ভোক্তা কেউ লাভবান হয় না।’

আর এ কাজটি দেশের বর্তমান বিপণন ধারার দীর্ঘ মার্কটিং চ্যানেলের কারণে হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই দীর্ঘ মার্কেটিং চ্যানেলে বিভিন্ন প্রকার মধ্যস্বত্বভোগী যেমন ব্যাপারী, ফড়িয়া, আড়ৎদার, দালাল, এজেন্ট, স্টকিষ্ট, পাইকার এবং খুচরা ব্যবসায়ী ইত্যাদি জড়িত থাকে বলে বিপণন ব্যয় বৃদ্ধি পেয়ে পণ্যের মূল্য বৃদ্ধি পায়।’

মতিয়া চৌধুরী বলেন, ‘এ বিশাল তারতম্য নিরসনে এবং কৃষকদের কৃষি পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করেছে।’

এছাড়া বর্তমান সরকার কৃষি পণ্যের উপযুক্ত মূল্য প্রাপ্তির লক্ষ্যে বাজারের সঙ্গে কৃষকের সংযোগ স্থাপন, বিপণন ব্যয় হ্রাস ও শস্য গুদাম ঋণ কার্যক্রম সম্প্রসারণ করে কৃষকদের আয় বাড়িয়ে দারিদ্র বিমোচনের লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে কাজ শুরু করেছে বলেও মতিয়া চৌধুরী জানান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া