adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্রুত ৩০০ ছুঁতে চেয়েছি: সাঙ্গাকারা

image_67163_0চট্টগ্রাম: দ্বিতীয় টেস্টে এখন সাগরিকার পাড়ে শুধুই সাঙ্গাকারা-বন্দনা। ২০০০ সালে টেস্ট ক্যারিয়ার শুরু করা সাঙ্গার এত দিন সেরা টেস্ট ইনিংস ছিল ২৮৭, নিজের দেশের মাটিতে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সাত বছর পর বুধবার বাংলাদেশের বিপক্ষে সেটা ছাড়িয়ে গেলেন তিনি। করলেন ৩১৯ রান।  এখন এটাই তার বাংলাদেশের বিপক্ষে তো বটেই, টেস্ট ক্যারিয়ারেও সেরা।

এ যাবৎকালে বাংলাদেশ সফরে এসে এর আগে কখনোই তেমন কোনো আহামরি ইনিংস খেলতে পারেননি সাঙ্গাকারা। সেখানে এবারের সফরে তার নামের পাশে যোগ হয়েছে ট্রিপল সেঞ্চুরি।

বিশ্ব ক্রিকেটে ব্র্যাডম্যানের পর এখন সাঙ্গাকারার নাম টেস্টে উচ্চারিত হবে। ব্র্যাডম্যানের ১২ ডাবল সেঞ্চুরির পর সাঙ্গার নয়টি। আগের দিন চট্টগ্রামে ১৬০ রানে অপরাজিত থেকে বুধবার ৩১৯ রানে গিয়ে থামলেন। ক্যারিয়ারের প্রথম ট্রিপল পেলেন তিনি। দিন শেষে চট্টগ্রাম টেস্টের তারকা সাঙ্গাকারা।

দ্বিতীয় দিনের খেলা শেষে সাঙ্গাকারা সংবাদ সম্মেলনে এলেন চনমনে চেহারায়। হাসিমুখে বললেন, “প্রত্যেক ব্যাটসম্যানেরই স্বপ্ন শুধু স্কোর করা। প্রতিটি সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি বা ট্রিপল সেঞ্চুরিই ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে অনেক অপেক্ষার পর ট্রিপল সেঞ্চুরি করতে পেরে আমি আনন্দিত।”

ট্রিপল সেঞ্চুরি পাওয়ার আগে যখন ওপাশের ব্যাটসম্যানরা সাজঘরে ফিরে যাচ্ছিলেন, তখনকার তার ভাবনা সম্পর্কে জানতে চাইলে সাঙ্গাকারা বলেন, “আসলে ক্রিকেটে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে হয়। আমি আজ (বুধবার) সে চেষ্টাই করেছি। বিশেষ করে এক পাশের উইকেটগুলো পড়ে যাওয়ার কারণে কিছুটা চাপে হয়তো পড়ে যেতাম। কিন্তু একটা পর্যায়ে আমি চেয়েছি দ্রুত ৩০০ ছুঁতে। শেষ পর্যন্ত করেছিও তা-ই।”

ভিভ রিচার্ডকে একসময় আদর্শ মানতেন সাঙ্গাকারা। তারপর লারার খেলাও মুগ্ধতা ছড়িয়েছে তার মনে। সাম্প্রতিক সময়ে লারার সাফল্যের সঙ্গে সাঙ্গাকারার নামও উচ্চারণ করা হয়। এ প্রসঙ্গে সাঙ্গাকারা বলেন, “ভিভ রিচার্ডকে দেখে বড় হয়েছি। লারার খেলাও অসাধারণ।”

মাহেলা জয়াবর্ধনের সঙ্গে সাঙ্গাকারার অঘোষিত একটা লড়াই আছে। এখনো ক্রিকেট খেলে যাচ্ছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন সাঙ্গাকারার। গত ম্যাচে তাকে ছুঁয়েছিলেন জয়াবর্ধনে। আবার এগিয়ে গেলেন সাঙ্গাকারা।

তাদের দুজনের প্রতিদ্বন্দ্বিতা কোন পর্যায়ের জানতে চাইলে সাঙ্গাকারা বলেন, “আসলে আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। সব মিলিয়ে তার সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলা আমার জন্য এবং দলের সবার জন্য বিশেষ কিছু।”

সাঙ্গাকারার বড় পাঁচটি ইনিংস এসেছে বাংলাদেশের বিপক্ষে। তবে কি তিনি বাংলাদেশের বিরুদ্ধে রান করাটা কিছুটা হলেও সহজ মনে করেন? সাঙ্গাকারা বলেন, “এটা বলা তো বেশ কঠিন! আমি শুধু রান করার জন্যই খেলি। প্রতিপক্ষের দিকে তাকাই না। তা ছাড়া সুযোগ পেলে সেটা কাজে লাগানোই বড় কথা। বোলার বা প্রতিপক্ষ দেখে দেখে তো স্কোর করা সম্ভব নয়

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া