adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ হকিতে সম্ভাবনাময়: নেগ্রে

image_75540_0 (1)ঢাকা: বাংলাদেশ ভ্রমনের শেষ দিনে বাংলাদেশকে হকিতে সম্ভাবনাময় এক দেশ হিসেবে আখ্যায়িত করলেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি লিয়েন্দ্রো নেগ্রে। সেই সাথে সাথে অবকাঠামোগত উন্নয়নের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের পাশে থাকারও আশ্বাস দিলেন আন্তর্জাতিক হকির এই কর্তাব্যক্তি।

এজন্য আগামী সেপ্টেম্বর মাসে ঢাকায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কৃত্রিম টার্ফ বসানোর ব্যাপারে আন্তর্জাতিক হকি ফেডারেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর হচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশনের। যার ৮৫ ভাগ খরচ বহন করবে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) ও আন্তর্জাতিক অলেম্পিক কমিটি (আইওসি)। বাকি ২৫ ভাগ বাংলাদেশের। এছাড়াও এই সফরে এসে ভবিষ্যতে ফ্লাড লাইট স্থাপন, ৪০-৪০ টার্ফ স্থাপন, সেন্ড ফিল্ড স্থাপন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নের জন্য সাহায্যের হাত বাড়াবে আইএফএইচ এমনটাই আশ্বাস দিয়ে গেলেন নেগ্রে।

লিয়েন্দ্রো নেগ্রে বলেন, ‘২০২০ অলিম্পিক হকিতে অংশ নেয়ার মিশনে বাংলাদেশের পাশে আছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। বাংলাদেশ হকিতে অনেক সম্ভাবনাময় একটি দেশ। ভবিষ্যতে এখানে হকির উন্নয়নে আরো বেশি সহোযোগিতায় এগিয়ে আসবে আন্তর্জাতিক হকি ফেডারেশন।’

তিনি আরো বলেন, ‘স্কুল হকি প্রতিযোগিতায় যারা ভালো করবে তাদের বৃত্তির মাধ্যমে বিদেশে হকি প্রশিক্ষণের ব্যাবস্থা করা, ফ্লাড লাইট স্থাপন ও সার্বিক উন্নয়ন নিয়ে আমি সদরদপ্তরে গিয়ে আলোচনা করব। আবকাঠামোগত উন্নয়ন শেষ হলে এশিয়া কাপ স্কুল হকি বাংলাদেশে আয়োজন করতে চাই আমরা।’

আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তার পরিকল্পনা সম্পর্কে জানাতে গিয়ে বললেন, ‘ডাচ হকি লিগের আদলে ভারতে হকি লিগ হবে। বাংলাদেশের খেলোয়াড়রা আর একটু এগুতে পারলেই সেখানে সুযোগ পাবে। এমনকি ইউরোপেও খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশি হকি খেলোয়াড়রা।’

সোমবার ফিরতি ফ্লাইটে বাংলাদেশ ছাড়ছেন লিয়েন্দ্রো নেগ্রে। যাবার আগে বাংলাদেশ অলেম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ, পলিটান ও এসটিআইয়ের কর্মকর্তা স্টিফেন নিভেনসহ আরও অনেকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া