adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সান্ধ্যকালীন কোর্স চালাবেই রাবি প্রশাসন

image_75304_0রাবি: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সব ধরণের বর্ধিত ফি স্থগিতের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ।

সান্ধ্যকালীন কোর্স স্থগিতের ঘোষণা দেয়া হয়নি। আর এ কারণেই রাবিতে ধর্মঘট অব্যাহত রেখেছেন আন্দোলনরতরা। সব দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে বলেও তারা ঘোষণা দিয়েছেন।

শনিবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে রাবি উপাচার্য প্রফেসর ড. মিজান উদ্দীন সংবাদ সম্মেলন করে বর্ধিত ফি স্থগিতের আশ্বাস দেন।

উপাচার্য বলেন, ‘গত কয়েক দিন ধরে ভুল তথ্য-উপাত্ত ও গুজবের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে আন্দোলনের নামে ক্যাম্পাসে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। বিগত প্রায় ৩ মাস দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে প্রশাসনসহ বিভিন্ন বিভাগ যখন ঐকান্তিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে নির্ধারিত ক্লাস, পরীক্ষাসহ সমস্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম জবরদস্তি করে বন্ধ করে দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘যেসব খাতে ফি বৃদ্ধি করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে শিক্ষক-শিক্ষার্থীদের নামে প্রদানকৃত স্মারকলিপিতে বলা হয়েছে, তার বাইরে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিয়ে গুজব ছড়ানো হচ্ছে।’

এ সময় তিনি সব ধরণের বর্ধিত ফি স্থগিতের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাবি প্রো-ভিসি চৌধুরী সরওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দীন, জনসংযোগ প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন, ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর প্রফেসর তারিকুল হাসান প্রমুখ।

তবে এ ব্যাপারে ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আয়াতুল্লাহ খমেনী বাংলামেইলকে বলেন, ‘আমাদের দাবি সম্পূর্ণভাবে মানা না হলে ছাত্রধর্মঘট অব্যহত থাকবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া