adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রেতা টানতে দাম কমালো ওয়ালটন

image_74737_0ঢাকা: বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বাড়াতে ওয়ালটন ইলেকট্রনিক পণ্য সামগ্রীতে এক ধাপে ১০ হাজার টাকা পর্যন্ত মূল্য কমিয়েছে।



এছাড়া ফ্রিজ, টিভি, মোটরসাইকেলসহ ওয়ালটনের সকল পণ্যের ওপর দেয়া হচ্ছে নগদ মূল্য ছাড়। আর একারণে ক্রেতা-দর্শনার্থীরা ভিড় জমিয়েছে ওয়ালটনের ১৮ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে।



ওয়ালটনের প্যাভিলিয়ন ইনচার্জ মো. আকরামুজ্জামান অপুর সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।



এসময় তিনি আরো জানান, তরুণদের কথা মাথায় রেখে মোবাইল হ্যান্ডস্যাট ও মোটরসাইকেলের ওপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া নতুন চমক হিসেবে সংযোজন করা হয়েছে ২ টি মোটরসাইকেল ও একটি মোবাইল হ্যান্ডসেট।



মোটরসাইকেল দুটির মধ্যে রয়েছে একটি স্পোর্টস বাইক। ১৫০ সিসির এই স্পোর্টস বাইকটির নাম স্পিডো। মোটরসাইকেলটিতে দেওয়া হয়েছে আধুনিক সকল সুবিধা। অন্য আরেকটি মোটরসাইকেল ১২৫ সিসির ভাইপার। এছাড়াও ১০০সিসির মধ্যে রয়েছে রেঞ্জার। তবে এগুলির কোনটিরই দাম এখনো নির্ধারণ করা হয়নি।



এব্যাপারে প্যাভিলিয়নের দায়িত্বরত কর্মকর্তা বলেন, ‘এখন আমরা মূলত দেখছি যে এর কেমন সাড়া পাওয়া যায়। তাছাড়া দামের ব্যাপারেও আমরা দর্শনার্থীদের মতামত নিচ্ছি। বেশিরভাগ দর্শনার্থী স্পোর্টস বাইকটির মূল্য দেড় লাখ টাকা নির্ধারণের মতামত  জানিয়েছে।’



তরুণদের জন্য মোটরসাইকেলের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে আনা হয়েছে ওয়ালটন প্রিমিয় জেডএক্স মোবাইল ফোন। এতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, ৩২ জিবি বিল্ট ইন মেমোরি। এটি একটি ৪কে মোবাইল হ্যান্ডসেট। এর মূল্যও এখনো নির্ধারিত হয়নি। এছাড়াও রয়েছে ওয়ালটনের বিভিন্ন মডেলের বেশ কয়েকটি হ্যান্ডসেট ও ওয়ালপ্যাড।



গৃহিণীদের জন্যেও রযেছে নতুন নতুন গৃহস্থালী ইলেকট্রনিক্স সামগ্রী। যার মধ্যে রয়েছে ফ্রিজ, ওভেন, ওয়াসিং মেশিনসহ নানা ধরনের সামগ্রী। তবে এর মধ্যে বিশেষ ছাড় দেয়া হয়েছে ৪৮৫ লিটারের সাইড বাই সাইড বিগ সাইজ ফ্রিজে। মেলার প্রথম দিন এর মূল্য ছিলো ৭৯হাজার ৯শ টাকা। পরে ১০ হাজার টাকা দাম কমিয়ে তার দাম নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৯শ টাকা।



টিভির ক্ষেত্রেও রয়েছে ওয়ালটনের বিশেষ চমক। গতবারের তুলনায় ডাবল চমক নিয়ে এবার মেলায় এসেছে ওয়ালটন। কথা হলে এমনটাই জানান প্যাভিলিয়ন ইনচার্জ। মোট ৩২টি নতুন আইটেমের মধ্যে রয়েছে ৮টি নিউ অ্যারাইভাল।



যার মধ্যে রয়েছে ইউএইচডি ও ৩ডি স্মার্ট ৮৫ ইঞ্চি এলইডি টিভি। বর্তমান সময়ের প্রযুক্তিপণ্যের মধ্যে এটি সেরা বলেও দাবি করেন প্যাভিলিয়ন ইনচার্জ অপু। তবে এই টিভির দাম এখনো নির্ধারণ করা হয়নি।



এছাড়াও টিভির মধ্যে আরো রয়েছে এলিডি ৪২ইঞ্চি ই-৬৮ এফ। যার দাম নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার ৯শ টাকা। কমের মধ্যে রয়েছে ৩২ ইঞ্চি সাইজের একই মডেলের টেলিভিশন। যার দাম পড়বে ৩৩ হাজার ৯শ টাকা।



ওয়ালটনের প্যাভিলিয়নে কথা হলে তরুণ দর্শনার্থী মাহফুজ বলেন, ‘দেশীয় পণ্য হিসেবে সবারই ওয়ালটনের পণ্যের প্রতি আগ্রহ রয়েছে। তবে দামটা আরেকটু সহনীয় পর্যায়ের হলে দেশীয় পণ্যের প্রতি আকর্ষণ আরও বাড়তো।’



এদিকে দর্শনার্থী উপস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে প্যাভিলিয়ন ইনচার্জ অপু বলেন, ‘আমরা মেলার প্রথম থেকেই প্রচুর দর্শনার্থী পাচ্ছি। মূলত এতো দর্শনার্থী কখনো কোথাও এক সাথে পাওয়া সম্ভব নই। আর দর্শনার্থীরাও কোথাও একসঙ্গে এতো পণ্য পাবেন না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া