adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে অল্পে বেঁধে নিরাপদ সূচনা লঙ্কানদের

image_74486_0 (3)ঢাকা: সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। ইনিংসের ৬৩.৫ ওভারে মাত্র ২৩২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংসে। আর দিনের শেষ ১৯ ওভার ব্যাট করে লঙ্কানদের সংগ্রহ বিনা উইকেটে ৬০ রান।

শ্রীলঙ্কা এখনো স্বাগতিকদের প্রথম ইনিংসের চেয়ে ১৭২ রানে পিছিয়ে। তবে হাতে অক্ষত দশ উইকেটই। শ্রীলঙ্কার দুই ওপেনার কৌশল সিলভা ও দিমুথ করুনারত্নে চমৎকার আস্থার সঙ্গে ব্যাট করে স্বাগতিক বোলারদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে দেন। দিনশেষে সিলভা ৫৭ বলের মোকাবেলায় ৫ বাউন্ডারিতে ৩০ এবং করুনারত্নে ৫৮ বলে ৪ বাউন্ডারিতে ২৮ রান তুলে অপরাজিত থাকেন।

এর আগে বাংলাদেশ চা বিরতীর পর মাত্র ২৩২ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ভরাডুবির শিকার হয় টাইগার বাহিনী। শুরুতেই বিপর্যয়ের পথে অগ্রসর হলেও প্রথমে সাকিব-মুশফিক জুটি এবং পরে মুশফিক-সোহাগ জুটি কিছু রান করে বিপর্যয় এড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টা সফল হয়নি।

চা বিরতীর পর আগ পর্যন্ত অধিনায়ক মুশফিক ও অলরাউন্ডার সোহাগ গাজী চমৎকার আস্থার সঙ্গে খেলে সমর্থকদের সন্মানজনক স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু চা বিরতীর সামান্য কিছু সময় পরেই শুরু হয় বিপর্যয়। একে একে বিদায় নেন অধিনায়ক মুশফিকুর রহিম, অলরাউন্ডার সোহাগ গাজী ও পেসার রুবেল হোসেন ও রবিউল ইসলাম। মূলতঃ অধিনায়কের বিদায়ের পরেই খেই হারিয়ে ফেলেন পরবর্তী ব্যাটসম্যানরা।  

মুশফিকের বিদায়ের পরই অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে ওঠেন সোহাগ গাজী। অল্প সময়ের ব্যবধানে ২টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। কিন্তু সুরঙ্গ লাকমালের বলে আরেকটি ছক্কা হাঁকাতে গিয়ে মিড অনে শামিন্দা ইরাঙ্গার তালুবন্দী হন তিনি ৪২ রান করে। মাত্র ৫৬ বলে ৬ বাউন্ডারি এবং ১ ছক্কায় এই রান তোলেন তিনি। এর আগে চমৎকার দায়িত্বশীল ইনিংস খেলতে থাকা অধিনায়ক মুশফিক ১২২ বলের মোকাবেলায় ৯ বাউন্ডারিতে ৬১ রান করে লঙ্কান পেসার সুরঙ্গ লাকমালের বলে লেগ বিফোরের ফাঁদে পরেন।

এর আগে দিনের শুরুতেই তামিম ইকবাল ছয় রান করে সুরঙ্গ লাকমলের বলে ক্যাচ আউট হন। এরপর মার্শাল আইয়্যুব ব্যক্তিগত এক রান করে অ্যাঞ্জেলো ম্যাথুজের বলে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার শামসুর রহমান অভিষেক টেস্ট খেলতে নেমে ৩৩ রান করেন। মুমিনুলের ব্যাটে আসে আট রান। তবে পঞ্চম উইকেটে মুশফিক-সাকিব জুটি প্রতিরোধ গড়েন। টেস্ট ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক পূর্ণ করার পর ৫৫ রানে হেরাথের শিকার হন সাকিব। আর ইরাঙ্গার শিকার হয়ে চার রান করে ফেরেন তাড়াহুড়ো করতে থাকা নাসির।

এর আগে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জেতেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। আর টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান দলপতি। ফলে প্রথমে ব্যাট করতে নামে মুশফিকুর রহিম বাহিনী।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের প্রথম এই টেস্টে বাংলাদেশের পক্ষে ৭১ তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় ওপেনার শামসুর রহমানের। যিনি এবার ঘরোয়া লিগে ব্যাটিংয়ে দারুণ আলো ছড়িয়েছেন। তুলে নিয়েছিলেন একটি ডাবল সেঞ্চুরি।

বাংলাদেশ প্রথম ইনিংস ২৩২(মুশফিক ৬১, সাকিব ৫৫, সোহাগ ৪২, শামসুর ৩৩, মুমিনুল ৮, তামিম ৬, আল আমিন অপরাজিত ৬, রবিউল ৫, নাসির ৪, ইরাঙ্গা ৪/৪৯, লাকমাল ৩/৬৬, হেরাথ ২/৫০, ম্যাথ্যুজ ১/১৮)

শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৬০/০ (সিলভা ব্যাটিং ৩০, করুনারত্নে ব্যাটিং ২৮)

শ্রীলঙ্কা স্কোয়াড: কুশল সিলভা, দিমুথ করুনারত্মে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জোলো ম্যাথুস, কিথুয়ান ভিথানজে, দিলরুয়ান পেরেরা, সামিন্দা ইরাঙ্গা, রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া