adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রাণ ফিরছে পর্যটনে

image_74577_0কক্সবাজার: রাজনৈতিক অস্থিরতায় দীর্ঘদিন স্তব্ধ থাকার পর অবশেষে প্রাণ ফিরছে পর্যটনে। প্রাণচঞ্চল হয়ে উঠেছে পর্যটন নগরী কক্সবাজার। আবার মুখর হয়ে উঠছে হোটেল মোটেল রেস্টুরেন্ট। পর্যটক বেড়ে যাওয়ায় শঙ্কা কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে পর্যটন স্পট ঘিরে গড়ে উঠা ব্যবসা পল্লীতেও ছড়িয়ে পড়েছে খুশির আমেজ।



পর্যটন ব্যবসায়ীদের অভিমত, অস্থিরতা কেটে পরিস্থিতি এখন স্বাভাবিক। সড়ক-মহাসড়কে বেড়েছে যানবাহনের ব্যস্ততা। দূরপাল্লার যান চলাচল নিয়মিত হয়েছে। এসব শান্তিপূর্ণ অবস্থা চলতে থাকলে পুরোদমে সচল হবে এখানকার পর্যটন শিল্প।



সংশ্লিষ্টরা জানান, বছরের শুরুতেই সারাদেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। হরতাল, অবরোধ, সহিংসতা আর নাশকতায় পুরো দেশ অবরুদ্ধ হয়ে পড়ে। এরপর থেকে কক্সবাজারের পর্যটক কমতে শুরু করে। এক পর্যায়ে মুখ থুবড়ে পড়ে পর্যটন শিল্প। পর্যটন ব্যবসায় নেমে আসে গভীর অন্ধাকার। বন্ধ হয়ে যায় হোটেল-মোটেল, রেস্টুরেন্ট আর ব্যবসা প্রতিষ্ঠান। পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার।



দীর্ঘদিন ধরে চলা সেই অবরুদ্ধ ও স্তব্ধ অবস্থা থেকে সম্প্রতি চঞ্চলতা ফিরেছে পর্যটনে। বাড়তে শুরু করেছে পর্যটকের সংখ্যা। প্রাণ ফিরে এসেছে পর্যটনস্পটে। আবারো হাজারো পদচারণায় জেগে উঠেছে সমুদ্র সৈকত। খুশির আমেজ দেখা যাচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে।  



পর্যটন করপোরেশন সূত্রে জানা গেছে, গত সপ্তাহ থেকে পর্যটনস্পটগুলোতে দেশি-বিদেশি অনেক পর্যটক এসেছে। বিগত এক বছরের শূন্যতাকে ছাপিয়ে উচ্ছ্বল ও প্রাণচাঞ্চল ফিরে এসেছে প্রতিটি পর্যটন স্পটে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যটন শিল্পের মন্দা কাটিয়ে ওঠা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



কক্সবাজার সমুদ্র সৈকতে সরেজমিনে দেখা গেছে, পুরো সৈকত জুড়ে উল্লেখ্যযোগ্য সংখ্যক পর্যটকের পদচারণা। দেশি পর্যটকের পাশাপাশি বেশ কিছু বিদেশি পর্যটকেরও দেখা মিলেছে। পুরো সৈকত এলাকা জুড়ে নেমেছে কোলাহল।



আমেরিকান পর্যটক ম্যাক ক্লেজ বলেন, ‘অনেক দিন ধরে চেষ্টা করছি বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত দেখতে বাংলাদেশে আসার। বহু চেষ্টা করে এসেছি। তবে সংঘাতের কারণে আসতে বিলম্ব হয়েছে।’



খুলনা থেকে শিক্ষা সফরে আসা একদল শিক্ষার্থী জানান, ডিসেম্বরের শুরুতে শিক্ষা সফরে আসার কথা ছিল। কিন্তু অস্থির পরিস্থিতির কারণে আসা সম্ভব হয়নি।



খোঁজ নিয়ে জানা যায়, পর্যটক আসাকে কেন্দ্র করে কলাতলী হোটেল-মোটেল জোনসহ শহরের হোটেল-মোটেলগুলো পর্যটক বরণের প্রস্তুতি নিচ্ছে। খাবারের রেস্টুরেন্টগুলোতেও চলছে সমান প্রস্তুতি। এছাড়া শুঁটকির দোকান, ঝিনুক মার্কেট, বার্মিজ মার্কেটেও বিকিকিনি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।



নব গঠিত কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির আবদুল কৈয়ুম চৌধুরী বলেন, ‘এরই মধ্যে পর্যটন মৌসুমের দু’মাস অতিবাহিত হয়ে গেছে। সামনের সময়গুলোতে পরিস্থিতি স্বাভাবিক থাকলে লাভের মুখ না দেখলেও লোকসান কিছুটা পুষিয়ে আনা যাবে।’



সমিতির সভাপতি মাসুম ইকবাল কিছুটা আশঙ্কা নিয়েই বললেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনো সুনিশ্চিত না হওয়ায় আশঙ্কা সহসাই কাটছে না।



কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমীন বলেন, ‘রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির কারণে পর্যটন রাজধানী কক্সবাজারের অর্থনীতির বিপুল ক্ষতি হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকায় এখন পর্যটকের আগমন ঘটছে। যে কোনো মূহূর্তে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নিশ্চিত করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া