adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেট রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

image_65779_0ঢাকা: টেস্ট র‌্যাঙ্কিংয়ের ৯ ও ১০ নম্বরে থাকা দল টেস্ট ক্রিকেটে অংশ নিতে পারবে না। তাদের খেলতে হবে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে। ক্রিকেটের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ দাবি করেছেন ক্রিকেটপ্রেমীরা।



বাংলাদেশের টেস্ট মর্যাদা কেড়ে নেয়াসহ আইসিসিকে অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিতে বাধ্য করতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঘৃণ্য ষড়যন্ত্র এবং এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতজানু অবস্থানের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছেন ক্রিকেটপ্রেমীরা।  জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হয়।

 

‘ডিয়ার বিসিবি সে ‘নো’, ‘লং লাইভ টেস্ট ক্রিকেট, লং লাইভ বাংলাদেশ ক্রিকেট’, ‘ডিয়ার বিসিবি, বি ব্রেভ এন্ড জাস্ট সে ‘নো’, ‘এক দাবি এক দেশ, টেস্ট খেলবে বাংলাদেশ’ এ রকম ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংগঠকসহ বিভিন্ন পেশার লোকজন।  



বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী বলেন, “বাংলাদেশ ক্রিকেট যখন একটি আস্থার জায়গায় দাঁড়িয়েছে, তখন এ খেলা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে।”



ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “ক্রিকেট খেলা বাংলাদেশের গৌরব ও ঐতিহ্যে পরিণত হয়েছে। আপনারা বাংলাদেশের নাগরিক হলে এর বিরুদ্ধে অবস্থান নেবেন না। ক্রিকেট নিয়ে কোনো ষড়যন্ত্র মানা হবে না।”

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, “ক্রিকেট একমাত্র জায়গা, যা আমরা সার্বজনীনভাবে উপভোগ করতে পারি। এতে কোনো রাজনীতি নেই। ক্রিকেটারদের কারণে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এতো নাম-ডাক, পদ-পদবীতে প্রতিষ্ঠা পেয়েছেন।”



বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হক পাপনের উদ্দেশে তিনি বলেন, “আপনি কিভাবে এমন দেশদ্রোহী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তা ভাবতে আমাদের লজ্জা হয়। কোন স্বার্থে বোর্ড এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিল, তা আমরা জানতে চাই। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ দাবি করছি।”



মানববন্ধনে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ক্রীড়া সংগঠক রইচ উদ্দিন আহমেদ বাবু প্রমুখ।

 

বক্তারা বলেন, ক্রিকেট মোড়লরা যে দাবি তুলেছে তা অত্যন্ত অন্যায্য এবং বৈষম্যমূলক। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ প্রস্তাব বাস্তবায়ন হলে বাংলাদেশ আর টেস্ট খেলতে পারবে না, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বিসিবি যাতে এর বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে শক্ত অবস্থান নেয়, সে জন্য আমরা মানববন্ধনের আয়োজন করেছি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া