adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরোধপূর্ণ বিশ্ববিদ্যালয়ে প্রশাসক নিয়োগ করবে সরকার

image_74423_0ঢাকা: মালিকানাসহ বিভিন্ন বিষয়ে বিরোধ রয়েছে এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসক নিয়োগ করবে সরকার। এমনকি বিরোধ নিষ্পত্তি করতে একটি আদালতে মামলাগুলো এনে শুনানির মাধ্যমে ত্বরিৎ নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবদমান পক্ষগুলোর বিরোধ সালিশীর মাধ্যমে নিষ্পত্তি সম্ভব না হলে এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।
রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন অনিয়ম, মামলা সংক্রান্ত জটিলতা, অনিষ্পন্ন কার্যাবলী বিষয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত হয়।

এসময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর এ কে আজাদ চৌধুরী, শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) কাজী সালাহ্উদ্দিন আকবর, ইউজিসির সদস্য প্রফেসর আতফুল হাই শিবলী, যুগ্মসচিব জিককুর রেজা খানম, ইউজিসির প্যানেল আইনজীবী এবিএম বায়েজিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী দারুল ইহসান, প্রাইম বিশ্ববিদ্যালয়, নর্দার্ন বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, কুইনস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটিসহ যেসব বিশ্ববিদ্যালয়ে বোর্ড অব ট্রাস্টি এবং আউটার ক্যাম্পাস বিষয়ে মামলা রয়েছে তা একটি আদালতে এনে শুনানির মাধ্যমে ত্বরিৎ নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

ইবাইসসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবদমান পক্ষগুলোর বিরোধ সালিশীর মাধ্যমে নিষ্পত্তি সম্ভব না হলে এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আইনানুগভাবে বন্ধ করে দেয়া হবে। সম্ভাব্য ক্ষেত্রে সরকার প্রশাসক নিয়োগ করে পরিচালনা করবে।

এছাড়া যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় ৭ বছর অতিক্রান্ত হওয়ার পরও নিজস্ব ক্যাম্পাসে করেনি তাদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তর করতে হবে। না করলে তাদের সাময়িক সনদ বাতিল করা হবে এবং ওই সময়ের পর এসব বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। এসব বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থ ক্ষুণ্ণ করে বছরের পর বছর শিক্ষার নামে ব্যবসা চালিয়ে আসছে বলে সভায় মন্তব্য করা হয়।

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নেই এবং এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য কর্তৃপক্ষ কোনো প্রস্তাবও প্রেরণ করেননি- সেসব বিশ্ববিদ্যালয়ে শিগগিরই সরকার নিজ উদ্যোগে নিয়োগ প্রদান করবে। একই সঙ্গে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত অডিট করানো হয় না বা অডিট রিপোর্ট শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয় না, তাদের বিরুদ্ধে শিগগিরই যথাযথ ব্যবস্থা নেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির যৌথ উদ্যোগে একটি অডিট টিম গঠন করা হবে। এই টিম পর্যায়ক্রমে এসব বিশ্ববিদ্যালয়ে অডিট বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর অসামঞ্জস্যপূর্ণ ধারাগুলো সংশোধনের উদ্যোগ নেয়া হবে। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান নিশ্চিতকরণে শিগগিরই অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করা হবে। সভায় আরো সিদ্ধান্ত হয়, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিগগিরই ক্রসবর্ডার হায়ার অ্যাডুকেশন অধ্যাদেশ জারি করা হবে।

সভায় আরো সিদ্ধান্ত হয়, শিক্ষার্থী-অভিভাবকদের প্রতারণার শিকার হওয়া থেকে সতর্ক করার লক্ষ্যে সরকার ও ইউজিসির অনুমোদন বহির্ভূত বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তি না করার বিজ্ঞাপন দেয়া হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না তা যাচাই করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি যৌথভাবে নিয়মিত পরিদর্শন করবে এবং তার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া