adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আজ থেকে হাম-রুমেলা টিকাদান কর্মসূচি শুরু

image_65457_0ঢাকা: শনিবার থেকে সারাদেশে হাম-রুমেলা টিকাদান শুরু হচ্ছে। এই কর্মসূচি চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ কর্মসূচির আওতায় নয় মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত দেশের পাঁচ কোটি ২০ লাখ শিশুকে হাম ও রুবেলা টিকা দেয়া হবে। এ কর্মসূচি বাস্তবায়নে খরচ হচ্ছে ৫১২ কোটি ৭০ লাখ টাকা। এই টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তারপরও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি মেডিকেল স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে। তবে গুরুতর অসুস্থ শিশুকে এই টিকা দেয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, বাংলাদেশসহ বেশ কিছু দেশ রুবেলা টিকা চালুর বিষয়ে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনেশন ইমুনাইজেশন (গ্যাভি) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা চেয়েছিল। সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ সারা বিশ্বের জন্য রোল মডেল হওয়ায় গ্যাভি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও রোটারি ইন্টারন্যাশনাল এবং লায়ন্স ইন্টারন্যাশনাল হাম-রুবেলা কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশকেই এই সহযোগিতা দিচ্ছে।

জানা যায়, ২০০৬ সালে ক্যাচ আপ ক্যাম্পেইনের আওতায় নয় মাস থেকে ১০ বছর বয়স পর্যন্ত সাড়ে তিন কোটি শিশুকে হামের টিকা দেয়া হয়। ২০১০ সালে টিকা দেয়া হয়েছিল এক কোটি ৮০ লাখ শিশুকে।

এদিকে, হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। যেকোনো বয়সে হাম হতে পারে। তবে শিশুদের মধ্যে এর প্রকোপ, জটিলতা ও মৃত্যু বেশি। জটিলতাগুলোর মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনকেফালাইটিস, অন্ধত্ব, বধিরতা অন্যতম। অন্যদিকে রুবেলাও ভাইরাসজনিত রোগ। গর্ভধারণের তিন মাসের সময় রুবেলা ভাইরাস আক্রমণ করলে ৯০ শতাংশ ক্ষেত্রে মায়ের থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। সে ক্ষেত্রে গর্ভপাত; এমনকি গর্ভের শিশুর মৃত্যুও হতে পারে। শিশুর হৃদযন্ত্রে ছিদ্র হতে পারে, শিশু অন্ধও হতে পারে। বাংলাদেশে প্রতি ১০ লাখে দুই হাজার ৯৭৯ জন রুবেলায় আক্রান্ত হয়। রুবেলা নিয়ে কোনো শিশু যাতে জন্ম না নেয়, সে জন্য গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে সরকার বিনা মূল্যে রুবেলা টিকা দিতে শুরু করে।

২০১৬ সালের মধ্যে হাম ও রুবেলা টিকার হার জাতীয় পর্যায়ে ৯৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য অধিদফতর।

অন্যদিকে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ বছরের কম বয়সী শিশুরা লেখাপড়া করে, সেসব প্রতিষ্ঠানই টিকাদান কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। যেসব শিশু স্কুলে যায় না কিংবা স্কুলে টিকা নেয়নি, তারা দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে দেশে যে এক লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্র আছে, সেখান থেকে টিকা নিতে পারবে। এ ছাড়া পথশিশু, কর্মজীবী শিশু, কর্মজীবী মায়ের শিশু বা শহর এলাকার অন্যান্য শিশু যারা টিকাকেন্দ্রে না-ও যেতে পারে, তাদের জন্য রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চ টার্মিনাল, পার্ক, ফুটপাত ইত্যাদি এলাকায় বিশেষ দল গঠন করে বা অস্থায়ী টিকাদান কেন্দ্র চালু করা হবে।

এর আগে গত  সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ইতিপূর্বে এত বেশিসংখ্যক শিশুকে একযোগে একটি কর্মসূচির আওতায় টিকা দেয়া হয়নি। এ ছাড়া এবারই প্রথম ১৫ বছর বয়স পর্যন্ত ছেলে ও মেয়েশিশু টিকা পাবে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া