adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তাণ্ডবেও পৌঁছে গেছে বই

image_74243যশোর: বছরের প্রথম দিনে নতুন বই দেয়ার নজির বিশ্বে নেই উল্লেখ করে  প্রধানন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, ‘বিএনপি-জামায়াতের তাণ্ডবের মধ্যেও স্কুলে স্কুলে বই পৌঁছে গেছে।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় জনবল, উপকরণ, পরিকল্পনার সমন্বিত উদ্যোগ নিতে হবে। ঢাল নেই, তলোয়ার নেই, নিধারাম সর্দার হলে হবে না। তাই সরকার শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি বিনিয়োগ করছে। এজন্য শিক্ষায় অর্জনও হয়েছে বেশি।’
শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ম বিশ্ববিদ্যালয় দিবসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে ৩১ কোটি আনকোরা নতুন বই তুলে দেয়ার নজির বিশ্বের কোথাও নেই। এ কাজ বাধাগ্রস্ত করতে জামায়াত-বিএনপি দেশে যুদ্ধ ঘোষণা করেছে। তারা হরতাল-অবরোধের নামে তাণ্ডব চালিয়েছে। তাণ্ডবের মধ্যেও ১৭ হাজার ট্রাকে স্কুলে স্কুলে বই পৌঁছে গেছে।’
তিনি বলেন, ‘প্রায় ৫শ স্কুল পুড়িয়ে দেয়া হয়েছে। যারা স্কুল পুড়িয়েছে তারা জানোয়ার। সভ্য দেশের সভ্য মানুষ স্কুল পোড়াতে পারেনা।’
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে রূপকল্প ২০২১ ঘোষণা করেছিল। সেই রূপকল্প গতানুগতিক ছিল না। সেটি পরিকল্পিত ছিল। সুদুর প্রসারী পরিকল্পনা না থাকলে দেশ এগোতে পারে না। তাই সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। কিন্তু এখন দেশকে শুধু মধ্যম আয়ে পরিণত নয়, উন্নত দেশ হিসেবে গড়ার হিসেব করা হচ্ছে। এজন্য শুধু চিন্তা করলেই হবে না। দরকার মানুষ গড়ার কারিগর।’
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক এমপি যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য খালেদুর রহমান টিটো ও জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. জামাল হোসেন, রেজিস্ট্রার ড. আহসান হাবীব, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. শেখ আনিছুর রহমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. মিজানুর রহমান, শিক্ষকদের পক্ষে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক ড. নাসিম রেজা, শিক্ষার্থীদের পক্ষে মাস্টার্স বর্ষের ছাত্র সঞ্জয় ব্যানার্জি বাপ্পা, চতুর্থ বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস শশী বক্তব্য দেন।
এর আগে ৮ম বিশ্ববিদ্যালয় দিসসে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১ টায় ক্যাম্পাসে বের হয় বর্ণাঢ্য র‌্যালি।
র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নতুন সংস্করণ ওয়েবসাইট উদ্বোধন, শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে পিঠা উৎসব ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া